Wednesday 01 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচন সামনে রেখে সহজ হচ্ছে এনআইডি সংশোধন প্রক্রিয়া

নাজনীন লাকী নাজনীন লাকী স্টাফ করেসপন্ডেন্ট
২৩ সেপ্টেম্বর ২০২৫ ২২:৪৩ | আপডেট: ১ অক্টোবর ২০২৫ ১৭:৩৯

জাতীয় পরিচয়পত্র। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের প্রক্রিয়া আরও সহজ করা হচ্ছে। এনআইডিতে ভুল থাকার কারণে কেউ যেন ভোট দেওয়া থেকে বঞ্চিত না হয়, সেজন্য বেশকিছু উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে অনেক উদ্যোগ দৃশ্যমান, আর কিছু এখনো প্রক্রিয়াধীন। নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর সারাবাংলাকে বলেন, ‘বিগত সময়ে অনেকে ইচ্ছে থাকা সত্ত্বেও নিজের ভোটটি দিতে পারেননি। অনেকের আবার এনআইডিতে ভুল ছিল। এই ভুলের কারণে যাতে ভোট প্রদান থেকে বঞ্চিত না হয় সেজন্য আমরা কাজ করে যাচ্ছি।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমরা এমন একটি সিস্টেম করে দিয়ে যেতে চাই, যেন এনআইডি সংশোধনে মানুষের কষ্ট কমে আসে। এনআইডি সংশোধন প্রক্রিয়া সহজ করতে একটি নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা নতুন একটি সিস্টেম দাঁড় করাচ্ছি; যেখানে কোনো নাগরিকের এনআইডি সংশোধনের আবেদন করতে হলে প্রয়োজনীয় সব কাগজ ধাপে ধাপে দিতে হবে। যতক্ষণ না সিস্টেমে কাগজপত্র আপলোড করা হবে ততক্ষণ সেটি আবেদন নেবে না। এই আবেদন প্রক্রিয়াটি কিছুটা কঠিন হলেও সংশোধন হবে দ্রুত সময়ে। এতে জনগণের সময় বাঁচবে।’

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক বলেন, ‘বর্তমান সিস্টেমে অনেক নাগরিক পর্যাপ্ত কাগজপত্র ছাড়াই আবেদন করে। আমরা এসএমএস’র মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র চাইলেও অনেক সময় সাড়া পাই না। এতে আবেদনগুলো নিষ্পত্তি করা যায় না, বা ঝুলে যায়। আর নতুন এই সিস্টেমে আগেই সব কাগজপত্র তৈরি করে আবেদন করতে হবে। এতে এনআইডি সংশোধন আরও দ্রুত ও সহজ হবে।’

এদিকে ইসি সূত্রে জানা গেছে, এরই মধ্যে নির্বাচন কমিশন (ইসি) থেকে এনআইডি অনুবিভাগ, আঞ্চলিক নির্বাচন অফিস, সিনিয়র ও জেলা নির্বাচন অফিস এবং থানা-উপজেলা নির্বাচন অফিসগুলোকে এই নির্দেশ পাঠানো হয়েছে। আগে ভোটার হওয়ার পর এনআইডি হাতে পেতে কিছু সময় লাগতো। আবার সেটি হাতে পেলেও অনেকের আবার ভুল থাকতো। এই ভুল সংশোধনের আবেদন নিষ্পত্তিতে সময় লাগতো দুয়েক বছর। ক্ষেত্রবিশেষে আরও বেশি সময় লেগে যেত। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সংশোধনের আবেদন নিষ্পত্তিতে ৪৫দিন পর্যন্ত সময় লাগবে। নাগরিকদের ভোগান্তি ও হয়রানি বন্ধে কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে।

জানা গেছে, ভোটার হওয়ার সময় নাগরিকের হলফনামাসংক্রান্ত ব্যক্তিগত তথ্যসংবলিত নিবন্ধন ফরম-২’কে আমলে নিয়ে আইডি সংশোধনের জন্য নির্দেশনাতে বলা হয়েছে। নির্বাচন কমিশনের এনআইডিসংক্রান্ত নেওয়া কিছু পদক্ষেপগুলো তুলে ধরা হলো-

একটি মোবাইল নম্বরে চারটির বেশি আবেদন নয়

এনআইডি মহাপরিচালক বলেন, ‘জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনে নিবন্ধিত সিমের বিপরীতে চারটির বেশি কেউ আবেদন করতে পারবে না। বর্তমানে যে কারও ফোন নম্বর ব্যবহার করে আবেদন করা যায়। কিন্তু নতুন সিস্টেমে যিনি এনআইডি সংশোধনের আবেদন করবেন, তার নামে ফোন নম্বরটি নিবন্ধিত হতে হবে। এক্ষেত্রে নম্বরগুলো সিম কোম্পানিগুলোর কাছে থেকে যাচাই করা হবে। আর ওই নিবন্ধিত সিমের বিপরীতে চারটির বেশি কেউ আবেদন করতে পারবে না।’

একাধিক জন্ম সনদ পেলে কর্তৃপক্ষকে চিঠি

হুমায়ুন কবীর বলেন, ‘জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদনে বর্তমানে বেশিরভাগ আবেদনেই মিলছে দু’টি জন্মসনদ। এনআইডি সংশোধন আবেদন যাচাই করতে গিয়ে অনেক সময় এক ব্যক্তির একাধিক জন্ম সনদ পাওয়া যায়। এতে আমরা অনেক সময় সিদ্ধান্ত নিতে পারি না। আবার অনেক বিভ্রান্তিও সৃষ্টি হয়। এজন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এখন থেকে যেসব নাগরিকদের একাধিক জন্ম সনদ অনলাইনে পাওয়া যাবে তাদের নাম, এনআইডি নম্বর ও অনলাইন জন্ম সনদ নম্বর উল্লেখ করে জন্ম ও মৃত্যু নিবন্ধন অনুবিভাগে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হবে।’

হারিয়ে গেলে নতুন এনআইডির জন্য জিডি লাগবে না

তিনি জানান, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে পুনরায় তুলতে আর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা লাগবে না। নতুন প্রজন্মের মধ্যে সচেতনতা বাড়ানো, ভোটার তালিকা ও এনআইডির গুরুত্ব যাতে ছোটবেলায় তুলে ধরা যায়, সেজন্য স্কুলের শিক্ষার্থীদের পাঠ্যসূচিতে বিষয়টি অন্তর্ভুক্তির উদ্যোগ নিয়েছে কমিশন। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের জটিল আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে মাঠ কর্মকর্তাদের আবশ্যিকভাবে শুনানি নিতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)।

১৬ বছর হলেই মিলবে এনআইডি

এনআইডি মহাপরিচালক জানান, এখন থেকে যাদের বয়স ১৬ বছর পূর্ণ হবে, তাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেবে নির্বাচন কমিশন (ইসি)। যাদের বয়স ১৬ বছর হয়েছে, তারা নিবন্ধন করতে পারবে। তাতে ইসি অগ্রিম কিছু তথ্য রাখতে পারবে। তারা এনআইডি পাবে। যেসব শিক্ষার্থী বিদেশে পড়তে যায়, ব্যাংক অ্যাকাউন্ট খোলা, চিকিৎসার জন্য বিদেশে যাওয়াসহ ছোটখাটো নানা কাজে এনআইডি প্রয়োজন হয়। এনআইডি না থাকলে তাদের অসুবিধায় পড়তে হয়। এ জন্য ১৬ বছর ও তার চেয়ে বেশি বয়সীরা এনআইডি পাবে। এ জন্য তারা ইসিতে নিবন্ধনের জন্য আবেদন করতে পারবে।

‎উল্লেখ্য, দেশে বর্তমানে ভোটার সংখ্যা ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫৯৪ জন। যার মধ্যে পুরুষ ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন, নারী ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন এবং হিজড়া ১ হাজার ২৩০ জন।

সারাবাংলা/এনএল/পিটিএম

এনআইডি জাতীয় পরিচয়পত্র সেবা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর