Tuesday 23 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় ৪২ লাখ শিশু পাবে বিনামূল্যে টাইফয়েড টিকা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ সেপ্টেম্বর ২০২৫ ২২:৪৬

খুলনা: শিশুদের টাইফয়েড জ্বর থেকে সুরক্ষিত রাখতে দেশব্যাপী শুরু হতে যাচ্ছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫। আগামী ১২ অক্টোবর থেকে শুরু হওয়া এ কর্মসূচির আওতায় খুলনা বিভাগে ৪২ লাখ ৫৯ হাজার ৩৭৮ শিশুকে বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে খুলনা সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত বিভাগীয় অ্যাডভোকেসি সভায় এ তথ্য জানানো হয়।

বিভাগীয় স্বাস্থ্য দফতরের উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) দেবপ্রসাদ পাল। তিনি বলেন, `টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে অভিভাবক, শিক্ষক ও সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। নির্ধারিত দিনে শিশুদের টিকা কেন্দ্রে আনতে সবাইকে সচেষ্ট হতে হবে।’

বিজ্ঞাপন

সভায় জানানো হয়, খুলনা বিভাগের ১০ জেলার ৩২ হাজার শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি পর্যায়ে টিকাদান ক্যাম্পেইন পরিচালিত হবে। প্রথম ধাপ চলবে ১২ থেকে ২০ অক্টোবর এবং দ্বিতীয় ধাপ ১ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত। ইতোমধ্যে খুলনা বিভাগে অনলাইনে প্রায় ১১ লাখ শিশুর নিবন্ধন সম্পন্ন হয়েছে।

ক্যাম্পেইনের আওতায় নয় মাস বয়স থেকে ১৫ বছরের কম বয়সী সব শিশু ও শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা এক ডোজ টিসিভি টিকা পাবে। টিকা পেতে জন্ম নিবন্ধনের ১৭ ডিজিট তথ্য দিয়ে www.vaxepi.gov.bd
ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে।

সভায় সভাপতিত্ব করেন খুলনা স্বাস্থ্য দফতরের বিভাগীয় পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মো. মুজিবুর রহমান। এতে উপস্থিত ছিলেন ইপিআই অ্যান্ড সার্ভিল্যান্সের উপপরিচালক ডা. মোহাম্মদ শাহারিয়ার সাজ্জাদ, পরিবার পরিকল্পনা দফতরের উপপরিচালক মো. আকিব উদ্দিন, ইউনিসেফ খুলনা চিফ মো. কাউসার হোসেনসহ অন্যান্য অতিথি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কো-অর্ডিনেটর ডা. মো. আরিফুল ইসলাম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে টিকাদান কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন।

সভায় খুলনা বিভাগের ১০ জেলার সিভিল সার্জন, সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষক ও ইমামরা অংশ নেন।

সারাবাংলা/এসএস

খুলনা টাইফয়েড টিকা বিনামূল্যে শিশু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর