রংপুর: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনৈতিক নেতাদের ওপর হামলার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরীর প্রেসক্লাব চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ধারাবাহিকভাবে আওয়ামী লীগ দেশে ও বিদেশে এমন ঘটনা ঘটিয়ে যাচ্ছে। গণ-অভ্যুত্থানের নেতৃত্বকে টার্গেট করে হামলা হচ্ছে। তাই দল হিসেবে আওয়ামী লীগের বিচার এখন সময়ের দাবি।
এ সময় তারা অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে হওয়া সফর কর্মসূচিতে নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় সরকারের সমালোচনা করেন। তারা হামলায় জড়িতদের শাস্তির দাবিও জানান।
এ সময় এনসিপির বিভিন্ন নেতাকর্মীসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র শক্তির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।