Tuesday 11 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এশিয়া কাপ ২০২৫
বাংলাদেশ-ভারত মুখোমুখি লড়াইয়ে এগিয়ে কে?

স্পোর্টস ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৫ ০৮:১৫ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১১:৪৩

বাংলাদেশ-ভারত মহারণ আজ

সাম্প্রতিক সময়ে দুই দলের লড়াই মানেই যেন বিশেষ কিছু। বাংলাদেশ-ভারত মাঠে নামলেই উত্তেজনার পারদ ওঠে তুঙ্গে। আজ এশিয়া কাপের সুপার ফোরে মুখোমুখি দুই প্রতিবেশী দেশ। টি-২০ ফরম্যাটে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে কে?

টি-২০ ফরম্যাটে বাংলাদেশ ও ভারত মুখোমুখি হয়েছে ১৭ বার। দুই দলের এই লড়াইয়ে যোজন যোজন এগিয়ে ভারত। ১৭ ম্যাচের ১৬টিতেই জয় নিয়ে মাঠ ছেড়েছেন তারা। অন্যদিকে বাংলাদেশের জয় মাত্র এক ম্যাচে।

নিজেদের মাটিতে ভারত বাংলাদেশকে হারিয়েছে ৬ ম্যাচে। বাংলাদেশ ঘরের মাঠে কখনোই ভারতকে হারানোর স্বাদ পায়নি। অ্যাওয়ে ম্যাচে ভারতের জয় ৩টি, বাংলাদেশ ভারতের বিপক্ষে একমাত্র জয় পেয়েছে দেশের বাইরেই।

বিজ্ঞাপন

নিরপেক্ষ ভেন্যুতে ভারত বাংলাদেশের বিপক্ষে জয় তুলে নিয়েছে ৭ ম্যাচে। নিরপেক্ষ ভেন্যুতে এখনো ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ।

সবশেষ ৫ দেখায় প্রতিবারই জয় তুলে নিয়েছে ভারত। দুই দলের শেষ দেখা হয়েছিল ২০২৪ সালের ১২ অক্টোবর। ৩ ম্যাচের সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশকে ১৩৩ রানের বিশাল ব্যবধানে হারিয়েছিল ভারত।

আজ রাত ৮.৩০ মিনিটে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ-ভারত। বাংলাদেশ কি পারবে ভারতের বিপক্ষে জয়ের খরা কাটিয়ে ফাইনালে পথে এগিয়ে যেতে?

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর