Thursday 13 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্রের সদস্যপদ স্থগিত, টি-২০ বিশ্বকাপে খেলতে পারবে তো?

স্পোর্টস ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৫ ০৯:১৬

যুক্তরাষ্ট্র ক্রিকেটকে বড় শাস্তি দিল আইসিসি

খড়গটা ঝুলছিল বেশ কয়েক মাস ধরেই। যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ডকে নিষিদ্ধ করতে পারে আইসিসি, অনেকদিন ধরেই গুঞ্জনটা ভেসে বেড়াচ্ছিল। অবশেষে সেই শঙ্কাই সত্যি হলো। বোর্ডের নানা অনিয়ম ও অস্বচ্ছতার অভিযোগে যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ডের ওপর স্থগিতাদেশ দিল আইসিসি। আর এতেই হুমকির মুখে পড়েছে আগামী টি-২০ বিশ্বকাপে তাদের অংশ নেওয়া।

যুক্তরাষ্ট্রের ক্রিকেট বোর্ডকে ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন’ আয়োজন এবং ব্যাপক প্রশাসনিক সংস্কার পরিচালনার জন্য তিন মাসের সময় বেধে দেওয়া হয়েছিল। গত জুলাইয়ে আইসিসির বার্ষিক সাধারণ সভায় এই হুমকি দিয়েছিল ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। এর দুই মাসের মাথায় শাস্তির মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র।

বিজ্ঞাপন

জুলাইয়েই আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছিল, যুক্তরাষ্ট্রের ক্রিকেট বোর্ড নিবিড় পর্যবেক্ষণে থাকবে। যেমনটি ২০২৪ সালের জুলাই থেকেই তারা রয়েছে। ইউএসএসিকে সতর্ক করে আইসিসি বলেছিল, সংস্কারের অগ্রগতির ভিত্তিতে যে কোনো পদক্ষেপ নেওয়ার অধিকার তাদের আছে।

শেষ পর্যন্ত আইসিসির আদেশ না মানায় সাময়িকভাবে স্থগিত হয়েছে যুক্তরাষ্ট্রের পদ। ক্রিকইনফোকে দেওয়া এক বার্তায় এটি নিশ্চিত করেছে আইসিসি।

তবে আইসিসি আরও জানিয়েছে, সদস্যপদ স্থগিত হলেও আগামী বছরের ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কার অনুষ্ঠেয় টি-২০ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণের ওপর কোনো পড়বে না।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

মিথিলা জিতলে বাংলাদেশ জিতবে!
১৩ নভেম্বর ২০২৫ ১৫:৩১

আরো

সম্পর্কিত খবর