এশিয়া কাপের সুপার ফোরে এখন পর্যন্ত হয়েছে তিনটি ম্যাচ। তিন ম্যাচ শেষে ৪ দলেরই রয়েছে ফাইনালে খেলার সম্ভাবনা। শ্রীলংকা-পাকিস্তান ম্যাচের পর ফাইনালে উঠতে কোন দলের সামনে কী সমীকরণ, জেনে নেওয়া যাক সেটাই।
বাংলাদেশ
সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। ২ পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে তৃতীয় স্থানে। বাংলাদেশের রান রেট +০.১২১। নিজেদের শেষ দুই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও পাকিস্তান। দুই ম্যাচে জিতলে তো কথাই নেই, একটি ম্যাচ জিতেও ফাইনালে যাওয়ার সম্ভাবনা রয়েছে লিটন দাসের।
আজ ভারতের কাছে হেরে গেলেও বেঁচে থাকবে বাংলাদেশের ফাইনাল খেলার সম্ভাবনা। সেক্ষেত্রে কাল পাকিস্তানকে হারালেই ফাইনালে উঠবে বাংলাদেশ। তবে আজ ভারতকে যদি বাংলাদেশ হারিয়ে দেয় ও পাকিস্তানের কাছে হেরে যায়, তাহলে বাংলাদেশকে অপেক্ষা করতে হবে ২৬ সেপ্টেম্বর ভারত-শ্রীলঙ্কা ম্যাচের দিকে। সেই ম্যাচে ভারত জিতলে আসবে নেট রান রেটের হিসাব–নিকেশ। অন্যদিকে এই ম্যাচে শ্রীলঙ্কা জিতলেই বাংলাদেশ উঠবে ফাইনালে।
ভারত
ভারত তাদের প্রথম ম্যাচে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়েছিল। ২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারাই। তাদের রান রেট +০.৬৮৯। আজ বাংলাদেশকে হারালেই ফাইনাল নিশ্চিত করবে সূর্যকুমারের দল। হেরে গেলেও ক্ষতি নেই, শেষ ম্যাচে শ্রীলংকাকে হারাতে পারলেই ফাইনালে পৌঁছে যাবে ভারত।
পাকিস্তান
সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে বাজেভাবে হেরেছিলেন তারা। দ্বিতীয় ম্যাচে শ্রীলংকাকে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান। ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তারা আছেন দ্বিতীয় স্থানে, রান রেট +০.২২৬। আজ ভারত যদি বাংলাদেশকে হারিয়ে দেয়, তাহলে পরের ম্যাচে বাংলাদেশকে হারালেই ফাইনালে চলে যাবে পাকিস্তান।
আজ বাংলাদেশ যদি ভারতের বিপক্ষে জিতে যায়, তাহলে বাংলাদেশকে হারালেও ফাইনালে যাওয়ার জন্য অপেক্ষা করতে হবে পাকিস্তানকে। সুপার ফোরের শেষ ম্যাচে ভারত-শ্রীলংকা ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে তাদের। সেই ম্যাচে শ্রীলংকা জিতলেই বাংলাদেশের সঙ্গী হিসেবে ফাইনালে পৌঁছে যাবে পাকিস্তান।
শ্রীলংকা
সুপার ফোরের দুই ম্যাচে বাংলাদেশ ও পাকিস্তানের কাছে হেরেছেন তারা। ফাইনালে ওঠার লড়াইয়ে সবচেয়ে পিছিয়ে আছে শ্রীলংকা। ২ ম্যাচে শূন্য পয়েন্ট নিয়ে তালিকার তলানিতে আছেন তারা, রান রেট -০.৫৯০। আজ ভারত যদি বাংলাদেশকে হারিয়ে দেয়, তাহলেই বিদায়ঘণ্টা বেজে যাবে লংকানদের। তবে বাংলাদেশ জিতলে বেঁচে থাকবে শ্রীলংকার আশা।
শেষ ম্যাচে ভারতকে হারালেও ফাইনালে যাওয়ার জন্য বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে বাংলাদেশের জয় চাইবে শ্রীলংকা। এরপর রান রেটে এগিয়ে থাকলে বাংলাদেশের সঙ্গী হয়ে ফাইনালে যাবেন তারা।