Wednesday 24 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দাঁড়িয়ে থাকা পিকআপে ট্রাকের ধাক্কা, চালক-সহকারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ সেপ্টেম্বর ২০২৫ ১১:১৮ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৩:০৮

ট্রাকের ধাক্কায় বিধ্বস্ত পিকআপটি।

রাজবাড়ী: রাজবাড়ী সদর উপজেলার কল্যাণপুর এলাকায় দাঁড়িয়ে থাকা সবজি বোঝাই পিকআপের (মিনি) পেছনে অপর একটি ট্রাকের ধাক্কায় পিকআপের চালক ও সহকারী নিহত হয়েছেন।

মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কল্যাণপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—কুষ্টিয়া সদর উপজেলার পারখাদা ত্রিমোহনীর মনসুর মোল্লার ছেলে নাজমুল (৩৫) ও পশ্চিম মৌজমপুরের শাহিন মোল্লার ছেলে কাওসার (৩০)।

স্থানীয় সূত্রে জানা গে‌ছে, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে রাজবাড়ী সদর উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে কল্যাণপুরর এলাকায় ঢাকামু‌খী সব‌জি বোঝাই পিকআপ দাঁড়িয়ে চাকা পরিবর্তন করছিল। এ সময় পেছন থেকে আসা চালবোঝাই ট্রাকটি পিকআপকে ধাক্কা দেয় এবং পিকআপের চালক ও তার সহকারী চালবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চি‌কিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

আহলা‌দিপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাজবাড়ীর কল্যাণপু‌রে এ দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে নিহ‌তদের মরদেহ উদ্ধারসহ ট্রাক দু‌টি জব্দ ক‌রা হয়েছে। ত‌বে সেটির চালক ও সহকা‌রী পা‌লি‌য়ে গে‌ছে। তা‌দের শনাক্ত করে আট‌কের চেষ্টা চল‌ছে।

সারাবাংলা/এনজে

ট্রাকের ধাক্কা

বিজ্ঞাপন

দেশের সব বিভাগে বৃষ্টির পূর্বাভাস
২৪ সেপ্টেম্বর ২০২৫ ১২:৩২

আরো

সম্পর্কিত খবর