Wednesday 24 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোলাহাট সীমান্তে ১৯ বাংলাদেশিকে পুশইন বিএসএফের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৩:০২

পুশইন হওয়া ১৯ বাংলাদেশি।

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে ১৯ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের মধ্যে ১০জন পুরুষ, ৬ জন নারী ও ৩ জন শিশু রয়েছেন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) ভোট ৫টার দিকে তাদের ভোলাহাট উপজেলার চামুচা ও চাঁদশিকারী সীমান্ত ফাঁড়ির মধ্যবর্তী এলাকা দিয়ে বাংলাদেশ অভ্যান্তরে ঠেলে পাঠানো হয়।

চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া জানান, পুশইন হওয়া সবাই বাংলাদেশের নাগরিক, তারা ২০১৫-২০২৪ সালের মধ্যে বিভিন্ন সময়ে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে গিয়ে গ্রেফতার হয়। বিভিন্ন মেয়াদে সাজাভোগের পর তাদেরকে ভারতীয় পুলিশ বিএসএফের কাছে হস্তান্তর করে, পরে বিএসএফ তাদের বাংলাদেশে পুশইন করে। বিজিবির টহলদল তাদের আটকের পর পরবর্তী আইনি পদক্ষেপের জন্য ভোলাহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনজে

পুশইন বিএসএফ

বিজ্ঞাপন

দেশের সব বিভাগে বৃষ্টির পূর্বাভাস
২৪ সেপ্টেম্বর ২০২৫ ১২:৩২

আরো

সম্পর্কিত খবর