Wednesday 24 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশের সব বিভাগে বৃষ্টির পূর্বাভাস

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ সেপ্টেম্বর ২০২৫ ১২:৩২ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৩:০৮

ফাইল ছবি

ঢাকা: দেশের আটটি বিভাগেই বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি উপকূলীয় এলাকায় রয়েছে। মৌসুমী বায়ুর অক্ষের বিস্তার উত্তর প্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এ ছাড়া আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আরেকটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২৪ সেপ্টেম্বর) সারাদেশের অনেক স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রপাত হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বেশি বৃষ্টি হতে পারে, তবে ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটের কিছু জায়গায়ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়বে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে চট্টগ্রাম ও সিলেট বিভাগে অনেক স্থানে বৃষ্টি, অন্য বিভাগগুলোতেও ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমবে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের আশঙ্কা।

সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। তবে বৃহস্পতিবার দিনের তাপমাত্রা সামান্য বাড়বে এবং শুক্রবার থেকে সামান্য কমতে পারে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

সারাবাংলা/এফএন/ইআ

আবহাওয়া অধিদফতর বৃষ্টির পূর্বাভাস

বিজ্ঞাপন

দেশের সব বিভাগে বৃষ্টির পূর্বাভাস
২৪ সেপ্টেম্বর ২০২৫ ১২:৩২

আরো

সম্পর্কিত খবর