ঢাকা: ১২ পদে ২৭ জনকে নিয়োগের জন্য আরও একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড। আগ্রহী প্রার্থীরা আগামী ২২ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত অনলাইন আবেদন জমা দিতে পারবেন।
প্রথনের নাম: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড
পদ ও সংখ্যা:
১. জুনিয়র স্টোর ইন্সপেকশন অফিসার
পদসংখ্যা: ৩টি
বেতন স্কেল: ২২৫০০–৫৪২৯০ টাকা
২. অপারেশনস অ্যাসিস্ট্যান্ট (এফওডিসিসি)
পদসংখ্যা: ২টি
বেতন স্কেল: ১৫৯০০-৩৮৪০০ টাকা
৩. প্রভিশনিং কন্ট্রোল অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ১২৫০০-৩০২৩০ টাকা
৪. জুনিয়র টেইলর কাম আপহোলস্টার
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ১২৫০০-৩০২৩০ টাকা
৫. প্রেস অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ৩টি
বেতন স্কেল: ১২৫০০-৩০২৩০ টাকা
৬. জুনিয়র ফটোগ্রাফার
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ১২৫০০-৩০২৩০ টাকা
৭. শিডিউলিং অ্যাসিস্ট্যান্ট (এমটি)
পদসংখ্যা: ৫টি
বেতন স্কেল: ১২৫০০-৩০২৩০ টাকা
৮. ইনচার্জ স্যাম্পল সেকশন
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ১১০০০-২৬৫৯০ টাকা
৯. জুনিয়র মেকানিক (এমটি)
পদসংখ্যা: ৬টি
বেতন স্কেল: ১১০০০-২৬৫৯০ টাকা
১০. জুনিয়র স্টোর কিপার (এমটি)
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ১১০০০-২৬৫৯০ টাকা
১১. জুনিয়র মাইলেজ রেকর্ড অ্যাসিস্ট্যান্ট (এমটি)
পদসংখ্যা: ২টি
বেতন স্কেল: ১১০০০-২৬৫৯০ টাকা
১২. জুনিয়র আপহোলস্টার (এমটি)
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ১১০০০-২৬৫৯০ টাকা
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: পদভেদে ভিন্ন ভিন্ন।
আবেদনের বয়সসীমা: ২৩-৯-২০২৫ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে আবেদনকারীর বয়স।
ফি জমাদানের শেষ সময়: অনলাইন আবেদনপত্র সাবমিটের পরবর্তী ৭২ (বায়াত্তর) ঘণ্টার মধ্যে দিতে হবে আবেদন ফি।
পরীক্ষার ফি: ১ ও ২ নম্বর পদের জন্য ৫৫৮/- টাকা (অফেরতযোগ্য), ৩ থেকে ৭ নম্বর পদের জন্য ৩৩৫/- টাকা (অফেরতযোগ্য), ৮ থেকে ১২ নম্বর পদের জন্য ২২৩/- টাকা (অফেরতযোগ্য) দিতে হবে আবেদন ফি।
শেষ সময়: ২২ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত।