বান্দরবান: বান্দরবানের সুয়ালক হেডম্যান পাড়ায় রিংওয়েল ভিত্তিক সৌরচালিত পানি পরিশোধন প্ল্যান্ট ও সুপেয় পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে সুয়ালক হেডম্যান পাড়ায় ইউএনডিপি, ইউএনসিডিএফ, সুইডেন ও এমবাসি অফ ডেনমার্ক এর অর্থায়নে লজিক প্রকল্প বান্দরবান সদর এর বাস্তবায়নে এই রিংওয়েল ভিত্তিক সৌরচালিত পানি পরিশোধন প্ল্যান্ট ও পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগ বান্দরবানের উপপরিচালক এস এম মনজুরুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগ বান্দরবানের উপপরিচালক এস এম মনজুরুল হক বলেন, সরকার দেশের মানুষের কথা চিন্তা করে বলেই আজ এই এলাকার জনগন পানির কষ্ট থেকে মুক্তি পাবে। তিনি আরও বলেন, আপনারা এই পানির মেশিন, সৌরচালিত পানি পরিশোধন প্ল্যান্ট ও পানি সরবরাহ ব্যবস্থার অফিস ঘরটি দেখাশোনা করবেন এবং যত্ন সহকারে ব্যবহার করবেন তাহলেই এই এলাকার জনগনের পানির অভাবে থাকতে হবেনা আর আজকে থেকে এই পাড়ার প্রত্যেক ঘরে ঘরে সারাদিন পর্যাপ্ত পানি পাবে।
এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি, সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উক্যনু মারমা, এলজিইডির সদর উপজেলা প্রকৌশলী অনুপম সিকদার, লজিক প্রজেক্ট এর ডিসিএফসি মোমেন খান, প্রজেক্ট ইঞ্জিনিয়ার রনিজ চাকমা, করুনাময় চাকমা, সদর উপজেলা ফান্সিলিটেটর মাচউ মার্মা মিলি সহ সুশীল সমাজের প্রতিনিধিরা।