Wednesday 24 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটার গান উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৪১

ওয়ান শুটার গান উদ্ধার করেছে পুলিশ।

কুষ্টিয়া: কুষ্টিয়া সদর উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটার গান উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার বটতৈল ইউনিয়নের ভাদালিয়াপাড়া এলাকার একটি মেহগনি গাছের বাগান থেকে এটি উদ্ধার করা হয়।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মেহগনি গাছের নিচে মাটি খুঁড়ে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে। এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

তবে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

সারাবাংলা/এইচআই

উদ্ধার ওয়ান শুটার গান কুষ্টিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর