Wednesday 24 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে আ.লীগের নাশকতার চেষ্টা, বিপুল ককটেলসহ গ্রেফতার ২৪৪

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৩৫ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৪৩

ঢাকা: রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে নাশকতার অভিযোগে একদিনেই ককটেলসহ দলটির ও অঙ্গসংগঠনের ২৪৪ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টার আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, রাজধানীর তেজগাঁও এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের চেষ্টাকালে তাদের গ্রেফতার করা হয়।

নজরুল ইসলাম বলেন, আজকের গ্রেফতারকৃতরা ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও গোপালগঞ্জ থেকে এসেছিল। গ্রেফতারের সময় তাদের থেকে ১৪টি ককটেল ও ৭টি ব্যানার উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, জনসাধারণকে অনেক ধন্যবাদ। এই ২৪৪ জনকে গ্রেফতারে তারা আমাদের আজ ব্যাপক সহায়তা করেছে। এভাবে আমাদের সহায়তা করার জন্য তাদের তৎপরতা অব্যাহত থাকবে বলে আশা করছি।

অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, গণভ্যুথানে সরকার পতনের পর গত ৫ আগস্ট থেকে এখন পর্যন্ত নাশকতার উদ্দেশে ঝটিকা মিছিল করার ঘটনায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৭৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

সারাবাংলা/এমএইচ/এসএস

আ.লীগ গ্রেফতার ঝটিকা নেতাকর্মী মিছিল রাজধানী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর