চট্টগ্রাম ব্যুরো: নিউইয়র্কে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী এনসিপি নেতা আখতার হোসেনকে ডিম ছোড়া প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘এগুলোতে কিছু আসে-যায় না, এটা এমন বড় কিছু না।’
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে বেসরকারি মা ও শিশু জেনারেল হাসপাতাল মেডিকেল কলেজের ১৪তম ব্যাচের ইন্টার্ন সমাপ্তি ও এমবিবিএস সনদ বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
নিউইয়র্কের ঘটনায় সাংবাদিকরা প্রতিক্রিয়া জানতে চাইলে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘রাজনৈতিকভাবে পরাস্ত হয়ে পালিয়ে গিয়ে এখন এসমস্ত কাজ ছাড়া আর কী করবে, এটাই তো করবে। এর বাইরে তো আর কিছু করার নেই। আপনি যখন পরাজিত হয়ে দেশ থেকে পালিয়ে গেলেন, উনাদের সমর্থকদের তো এ ধরনের কাজের বাইরে আর কিছু করার নেই আপাতত। গণতন্ত্রে বিশ্বাস করে না, দেশ ধ্বংস করে পালিয়ে গিয়ে এখন যেগুলো করছে, এগুলো তো আরও ধ্বংসাত্মক।’
‘এগুলো তাদের (আওয়ামী লীগ) ভবিষ্যতকে আরও অনিশ্চিত করে দিচ্ছে,’ বলেন বিএনপির এ শীর্ষ নেতা।
নিরাপত্তা নিয়ে দূতাবাসের গাফেলতি ছিল কী না— এমন প্রশ্নের জবাবে খসরু বলেন, ‘নিরাপত্তা তো দূতাবাসের বিষয় না। সেটা তো সেদেশের বিষয়। দূতাবাসের ইন্টেলিজেন্স টিম যারা আছে, তাদের হয়তো এটা জানা উচিৎ ছিল। অ্যানিওয়ে এগুলোতে কিছু আসে-যায় না। একটা গণতান্ত্রিক দেশে অনেক কিছুই হতে পারে। এটা আমাদের জন্য এমন বড় কিছু না। গণতান্ত্রিক সব দেশে এগুলো হয়ে থাকে। যার সমর্থন আছে সেও করতে পারে, যার সমর্থন নেই, সেও করতে পারে। এ কাজ করতে তো খুব বেশি কষ্ট করতে হয় না।’
উল্লেখ্য, জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যাওয়া প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হয়ে গত ২২ সেপ্টেম্বর আমেরিকায় যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের নায়েবে আমীর ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন ও যুগ্ম সদস্য সচিব ডা. তাসনীম জারাসহ দলগুলোর আরও কয়েকজন রাজনীতিক।
নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর চার নম্বর টার্মিনাল থেকে বের হওয়ার সময় স্থানীয় সময় ২২ সেপ্টেম্বর (সোমবার) বিকেল ৫টার দিকে আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়েন দেশটিতে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীরা। ছোড়া ডিম আখতার হোসেনের পিঠে লেগে ফেটে যায়। এ ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এতে কড়া প্রতিক্রিয়া তৈরি হয় এনসিপির নেতাকর্মীদের মধ্যে।
এর আগে, ইন্টার্ন চিকিৎসকদের উদ্দেশ্যে দেওয়া বক্তৃতায় আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আগামীদিনে মা ও শিশু হাসপাতালকে ইউনিভার্সিটিতে রুপান্তর করে স্বাস্থ্যসেবার পরিস্থিতি বিস্তৃত করা হবে। সরকার, প্রাইভেট সেক্টর, এনজিওসহ সবার সমন্বয়ে আগামীদিনের স্বাস্থ্যসেবা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। প্রতিটি মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য সেবার দেওয়া হবে।’
তিনি বলেন, ‘বিদেশে গিয়ে যে পরিমাণ রোগী বাংলাদেশ থেকে চিকিৎসা নেন, সেটা বন্ধ করতে চাই। যেদিন বন্ধ হবে সেদিন সফলতার উদাহরণ সামনে আসবে। যারা নতুন ডাক্তার হয়েছেন, তাদের এ বিষয়ে ভূমিকা রাখতে হবে।’
অনুষ্ঠানে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভাপতি সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন ও সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।