ঢাকা: ফেডারেশন অব মালয়েশিয়ান ম্যানুফ্যাকচারিং (এফএমএম)-এর সঙ্গে দ্বি-পাক্ষিক সভা করেছে বাংলাদেশের সরকারি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। সভায় বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এফএমএম-এর সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় এফএমএম-এর ডেপুটি প্রেসিডেন্ট জ্যাকব লি এবং বিভিন্ন কোম্পানির প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সভায় বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের জন্য এফএমএম-এর সদস্য কোম্পানিগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি স্বল্প খরচে কর্মী নিয়োগে বোয়েসেলের সঙ্গে কাজ করার অনুরোধ জানান। এ ছাড়া শ্রমিক কল্যাণ এবং দ্বি-পাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এফএমএম-এর সদস্যরা বাংলাদেশি শ্রমিকদের কর্মদক্ষতার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও তাদের নিয়ে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন।
তারা আরও বলেন, ভবিষ্যতের কর্মজগতের বাস্তবতা ও প্রতিযোগিতা মাথায় রেখে বাংলাদেশি শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।
সভায় এফএমএম-এর পক্ষে আরও উপস্থিত ছিলেন, সংগঠনের ভাইস প্রেসিডেন্ট ও হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান দাতো’ নাথান কে. সুপ্পিয়া, ডেপুটি চিফ এক্সিকিউটিভ অফিসার মিসেস হেমা থিরুচেলভাম, সিনিয়র এক্সিকিউটিভ (বিজনেস এনভায়রনমেন্ট ডিভিশন) সোফিনার আব্দুল হালিম।
বাংলাদেশ প্রতিনিধি দলে ছিলেন ভারপ্রাপ্ত হাইকমিশনার মোসাম্মাত শাহানারা মনিকা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পলিসি অ্যাডভাইজর জিয়া হাসান, একই মন্ত্রণালয়ের উপ-সচিব হেদায়েতুল ইসলাম মণ্ডল, মালয়েশিয়ায় বোয়েসেলের অথোরাইজড এজেন্ট জসওয়ান্ত সিং, বোয়েসেলের জেনারেল ম্যানেজার ও মালয়েশিয়ার ফোকাল পয়েন্ট নূর আহমেদ এবং হাইকমিশনের প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষ।
এছাড়া ২৩ ও ২৪ সেপ্টেম্বর বোয়েসেল প্রতিনিধিদল মালয়েশিয়ার বিভিন্ন সরকারি দফতরের সঙ্গে শ্রমিক নিয়োগ, প্রশিক্ষণ, অ্যাক্রেডিটেশনসহ পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করে।