Wednesday 24 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিষিদ্ধ সংগঠনের সদস্যদের অবস্থানের বিষয়ে তথ্য দিতে ডিএমপি’র অনুরোধ

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৮:২৫ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৫৪

ডিএমপির সংবাদ সম্মেলন।

ঢাকা: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগসহ কেউ (ছাত্র বা অন্য কেউ) অপচেষ্টার উদ্দেশ্যে রাজধানীর কোনো বাসায়, ফ্ল্যাটে বা হোটেলে অবস্থান করছে এমন তথ্য পুলিশকে জানাতে নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছে ডিএনপি।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টার আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম এ অনুরোধ জানান।

তিনি বলেন, ‘ঢাকাবাসী নাগরিক দায়িত্ব পালন করবেন। কোনো বাসায় বা হোটেলে নিষিদ্ধ সংগঠনের কেউ অবস্থান করলে আমাদের জানাবেন। এ ক্ষেত্রে নগরবাসীর পরিচয় গোপন রাখা হবে।’

বিজ্ঞাপন

হঠাৎ এত বড় আকারে তারা সংগঠিত হচ্ছে কেন জানতে চাইলে নজরুল ইসলাম বলেন, ‘সামনে নির্বাচন, তাই নির্বাচনকে ঘিরে তারা অপচেষ্টা চালানোর জন্য তৎপরতা চালিয়ে যাচ্ছে। আজ অপচেষ্টা চালাতে তারা ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও গোপালগঞ্জ থেকে এসেছিল। তারা একটা মেসেজ দেওয়ার জন্য ককটেল ব্যবহার করছে।’

মিছিলে টাকার যোগানদাতাদের বিষয়ে তিনি বলেন, ‘যারা মিছিলে এসেছে তারা টাকার বিনিময়ে আসছে বলে আমরা জানতে পেরেছি।’

তিনি আরও বলেন, ‘টানা ১৬ বছর তারা ক্ষমতায় ছিল। তাদের মাত্র ১ ভাগ দেশের বাইরে, বাকি সবাই এখনও দেশে আছে। কাজেই মিছিল একেবারে সিল মেরে দেওয়া সম্ভব না। তবে জনসাধারণ তাদের গ্রেফতার এ আমাদের সহায়তা করবেন।’

মোহাম্মদপুরে পুলিশ সদস্যদের প্রত্যাহার করার বিষয়ে তিনি বলেন, ‘আমাদের কাছে তথ্য ছিল সেদিন শুক্রবার আওয়ামী লীগের মিছিল হবে। কিন্তু থানায় গিয়ে থানার সামনে পাঁচিটি গাড়ি দেখতে পাই। তারা আমাদের নির্দেশ অমান্য করেছে। পুলিশ এখন সম্পূর্ণ সক্ষম। ঢাকার বাইরে থেকে যেসব পুলিশ এসেছে তারা এখন সব পথঘাট চেনে।’

সারাবাংলা/এমএইচ/এইচআই

আওয়ামী লীগ ছাত্রলীগ ডিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর