Wednesday 24 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজনৈতিক ও অর্থনৈতিক অনিয়শ্চতায় বিনিয়োগে ধীরগতি: জিইডি

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৪১ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৯:০১

-ছবি : প্রতীকী ও সংগৃহীত

ঢাকা: অভ্যন্তরীণ উচ্চ মূল্যস্ফীতি, বেসরকারি খাতে ঋণ প্রবাহে নিম্নগতি, ব্যাংক ঋণের উচ্চ সুদের হার এবং রাজনৈতিক ও অর্থনৈতিক অনিয়শ্চতায় বিনিয়োগ পরিস্থিতি ধীরগতি হলেও বর্তমানে দেশের বহিঃখাত অসাধারণ স্থিতিশীল ও আশাব্যঞ্জক বলে মনে করছে সরকার।

পরিকল্পনা কমিশন-এর সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি)-এর সেপ্টেম্বরের ‘ইকোনমিক আপডেট অ্যান্ড আউটলুক’-এ এমন পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) এটি প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ব্যাংক ঋণের উচ্চ সুদের হার এবং রাজনৈতিক ও অর্থনৈতিক অনিয়শ্চতার কারণে বেসরকারি বিনিয়োগে ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। একই সঙ্গে সংকোচনমূলক মুদ্রানীতি ও আর্থিক অনিশ্চয়তার কারণে ব্যাংক খাতে আমানতের প্রবৃদ্ধি এবং বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধিও নিম্নমুখী। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি গত জুন শেষে ৬ দশমিক ৪৯ শতাংশে দাঁড়িয়েছে। যা ঐতিহাসিকভাবে নিম্ন। অন্যদিকে ব্যাংক খাতে আমানতের প্রবৃদ্ধি গত ২০২৪ সালের জুনে ছিল ৯ দশমিক ২৫ শতাংশ। চলতি বছরের জুন শেষে এটি কমে দাঁড়িয়েছে ৭ দশমিক ৭৭ শতাংশে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি ও ইতিবাচক রফতানির কারণে বর্তমানে দেশের বহিঃখাত অসাধারণ স্থিতিশীল ও আশাব্যঞ্জক অবস্থানে রয়েছে। রেমিট্যান্স প্রবাহ বাড়ার কারণে মুদ্রা বিনিময় হারও স্থিতিশীল রয়েছে। যা অর্থনীতির শক্তিশালী ভিত্তি এবং কার্যকর সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থার প্রতিফলন।

প্রতিবেদনে বলা হয়, গত আগস্টে সার্বিকভাবে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জিত না হলেও আগের বছরের একই মাসের তুলনায় আদায় উল্লেখযোগ্য বেড়েছে।

বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের বিষয়ে প্রতিবেদনে বলা হয়, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) এডিপি বাস্তবায়ন হার মাত্র ২ দশমিক ৩৯ শতাংশ। আগের অর্থবছরের (২০২৪-২৫) একই সময়ে এডিপি বাস্তবায়নের হার ছিল ২ দশমিক ৫৭ শতাংশ। তবে শুধু আগস্টে আগের বছরের একই মাসের তুলনায় এডিপি বাস্তবায়ন বেড়েছে ১ দশমিক ৫২ শতাংশ।

প্রতিবেদনে বলা হয়, গত আগস্ট শেষে সার্বিক মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৮ দশমিক ২৯ শতাংশ। খাদ্য পণ্যের মধ্যে চাল, মাছ, ফল ও ভোজ্যতেলে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে। তবে চালের দাম এর আগের মাসের (জুলাই ২০২৫) তুলনায় কমেছে। অন্যদিকে খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতির হার কমেছে।

সারাবাংলা/আরএস

মাসিক প্রতিবেদন সেপ্টেম্বর ২০২৫ সাধারণ অর্থনীতি বিভাগ

বিজ্ঞাপন

হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করার উপায়
২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৫৮

আরো

সম্পর্কিত খবর