Saturday 08 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাপলা প্রতীকের দাবিতে নির্বাচন কমিশনে আবেদন এনসিপির

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৫০ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ২০:১১

জাতীয় নাগরিক পার্টি। ফাইল ছবি

ঢাকা: শাপলা, সাদা শাপলা বা লাল শাপলাকে নির্বাচনী প্রতীক হিসেবে তালিকাভুক্ত করার আবেদন জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (২৪ সেপ্টেম্বর) দলের আহ্বায়ক নাহিদ ইসলামের সই করা আবেদনটি ইমেইলে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব বরাবর পাঠানো হয়েছে।

এনসিপি জানিয়েছে, আসন্ন জাতীয় নির্বাচনে শাপলা প্রতীক তাদের অনুকূলে বরাদ্দের দাবি জানানো হয়েছে। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন দলের যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শাপলা প্রতীককে ঘিরে ইতোমধ্যেই জনগণের সঙ্গে দলের আত্মিক সম্পর্ক তৈরি হয়েছে। সারা দেশে কর্মসূচিতে সাধারণ মানুষ শাপলা হাতে নিয়ে অংশ নিয়েছে। অথচ কমিশন নীতিগতভাবে জাতীয় প্রতীক হওয়ায় শাপলাকে তালিকাভুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছে।

বিজ্ঞাপন

এনসিপির দাবি, সংবিধান ও বিদ্যমান আইনে এ বিষয়ে কোনো বাধা নেই। ধানের শীষ, তারা, কাঁঠাল ও সোনালী আঁশের মতো প্রতীক বিভিন্ন রাজনৈতিক দলকে দেওয়া হয়েছে— অথচ শাপলা বাদ রাখা হচ্ছে। এ অবস্থানকে দলটি “স্বেচ্ছাচারী ও একরোখা” বলে আখ্যা দিয়েছে।

চিঠিতে আরও বলা হয়, মাঠপর্যায়ের যাচাই শেষে এনসিপি ইতোমধ্যে নিবন্ধনের অনুমোদন পেয়েছে। জুলাইয়ের পদযাত্রায় সারাদেশের মানুষ শাপলা হাতে নিয়ে অংশ নিয়েছে, যা প্রতীক হিসেবে জনগণের স্বীকৃতির প্রমাণ।

এনসিপি কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলে এবং অভিযোগ করে, অন্য রাজনৈতিক দলের স্বার্থে প্রভাবিত হয়ে শাপলা প্রতীক তাদের দেওয়া হচ্ছে না। সবশেষে তারা নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করে শাপলা প্রতীক বরাদ্দের দাবি জানায়।


বিজ্ঞাপন

১৫ জেলায় নতুন ডিসি
৯ নভেম্বর ২০২৫ ০২:৩১

আরো

সম্পর্কিত খবর