ঢাকা: বাংলাদেশ রেলওয়ের ‘উপসহকারী প্রকৌশলী’ (১০ম গ্রেড) পদের প্রার্থীদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
বুধবার (২৪ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পিএসসি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, লিখিত পরীক্ষায় প্রার্থী যে পদে এবং যে রেজিস্ট্রেশন নম্বরে পরীক্ষা দিয়েছেন, তার ভিত্তিতে সাময়িকভাবে নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হলো। গত ২৬ মে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী তার আবেদনকৃত সকল পদের জন্য সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন বলে বিবেচিত হবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোনো প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত কোনো শর্তের উল্লেখযোগ্য গুরুতর (Substantive) ত্রুটি দেখা গেলে মৌখিক পরীক্ষার পূর্বে বা পরে যে কোনো পর্যায়ে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীতা বাতিল বলে গণ্য হবে।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ BPSC Form- 5A ( Applicant’s copy) কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd থেকে ডাউনলোড করে নিম্নবর্ণিত কাগজপত্র/তথ্যাদিসহ এক সেট আবেদনপত্র আগামী ১৩ অক্টোবরের মধ্যে প্রতিদিন সকাল ১০টা হতে বিকেল ৪টা পর্যন্ত পরিচালক (ইউনিট-১২), বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ বরাবর সরাসরি জমা প্রদান অথবা ডাকযোগে পৌঁছাতে হবে। এই ঠিকানায় লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের তালিকা দেখা যাবে।