Thursday 01 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশে বিনিয়োগ ও প্রযুক্তি হস্তান্তরে আগ্রহী ইতালি

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৫৩ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ২০:১৮

-ছবি : সংগৃহীত

ঢাকা: বাংলাদেশে বিনিয়োগ ও প্রযুক্তি হস্তান্তরে আগ্রহ প্রকাশ করেছে ইতালি।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীনের সঙ্গে বৈঠককালে ঢাকাস্থ ইতালির রাষ্ট্রদূত অ্যান্টেনিও আলেসান্দ্রে এ আগ্রহের কথা জানান। বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রফতানি) আব্দুর রহিম খান ও ডেপুটি হেড অব মিশন ফেডরিকো জামপারেল্লি এ সময় উপস্থিত ছিলেন।

বাণিজ্য মন্ত্রণালয় জানায়, বৈঠকে বাংলাদেশ ও ইতালির মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয় পক্ষ দু’দেশের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর ও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন

বৈঠকে ইতালির রাষ্ট্রদূত অ্যান্টেনিও আলেসান্দ্রে বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে তার দেশের আগ্রহের কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশে ইতালীয় বিনিয়োগ ও প্রযুক্তি হস্তান্তরকে উৎসাহিত করতে আমরা আগ্রহী। বিশেষ করে মাঝারি ও ক্ষুদ্র শিল্প খাতে সহযোগিতা বৃদ্ধির ব্যাপক সম্ভাবনা রয়েছে।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ইতালির সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করে বলেন, বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ যে কোনো সময়ের থেকে ভালো। ইতালির বিনিয়োগকারীদের বিনিয়োগের ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা দিতে বাণিজ্য মন্ত্রণালয় সচেষ্ট থাকবে।