জাতিসংঘে দেওয়া ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বিশ্ব সংস্থাটির কার্যকারিতা ও প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, যে দেশগুলো যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছে, তারা জাতিসংঘ বা আন্তর্জাতিক ব্যবস্থার কাছ থেকে কেবল বিবৃতিই পাচ্ছে, কোনো কার্যকর সহায়তা নয়।
বুধবার (২৪ সেপ্টেম্বর) আল-জাজিরার প্রতিবেদনে এসব কথা বলা হয়।
তিনি গাজা, সিরিয়া ও ইউক্রেন যুদ্ধের উদাহরণ টেনে বলেন, ‘এসব বড় সংকটে আন্তর্জাতিক সম্প্রদায় যথেষ্ট সমর্থন দিতে ব্যর্থ হয়েছে। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের ক্ষেত্রে আন্তর্জাতিক আইন নয়, বরং অস্ত্রই পরিস্থিতি বদলে দিতে পারে। যদি কোনো দেশ শান্তি চায়, তাহলেও তাকে অস্ত্র নিয়ে কাজ করতে হয়। এটা অসুস্থ বাস্তবতা, কিন্তু এটাই সত্য। আন্তর্জাতিক আইন বা সহযোগিতা নয়, অস্ত্রই নির্ধারণ করে কে বাঁচবে।’
জেলেনস্কি যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা পেতে ইউক্রেনের প্রতিবন্ধকতা নিয়ে হতাশা প্রকাশ করেন। একইসঙ্গে তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কার্যকারিতা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ‘রাশিয়ার স্থায়ী সদস্যপদ ও ভেটো ক্ষমতা এই কাঠামোকে অকার্যকর করে তুলেছে। আন্তর্জাতিক আইন তখনই পুরোপুরি কাজ করে, যখন আপনার শক্তিশালী বন্ধু থাকে, যারা সত্যিই সেটিকে রক্ষা করতে প্রস্তুত।’
উল্লেখ্য, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘের ৮০তম অধিবেশনে দেওয়া ভাষণে সংস্থাটির তীব্র সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।