টাঙ্গাইল: টাঙ্গাইলে জেলা প্রশাসক শরীফা হকের আর্থিক সহযোগিতায় মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিক এশিয়া প্যাসিফিক রিজিওনাল গেমসে অংশ নিয়ে বাকপ্রতিবন্ধী ক্রীড়াবিদ মো. আব্দুল কাদের স্মরণ আবারও চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক জয় করেছেন।
জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাডমিন্টন টুর্নামেন্টে বারবার স্বর্ণপদক জয়ী এই কৃতী ক্রীড়াবিদ বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক শরীফা হকের সঙ্গে সাক্ষাৎ করলে তিনি ফুলেল শুভেচ্ছা জানান এবং ভবিষ্যৎ সাফল্যের জন্য অনুপ্রাণিত করেন।
টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের বেলটিয়াবাড়ী গ্রামের সোলায়মান হোসেনের ছেলে স্মরণ। তিনি টাঙ্গাইল বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থী। ছোটবেলা থেকেই খেলাধুলায় তার অসাধারণ প্রতিভা ফুটে ওঠে।
স্মরণ ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিক ওয়ার্ল্ড সামার গেমসে ৩টি স্বর্ণপদক, ২০১৯ সালে আবুধাবিতে অনুষ্ঠিত একই আসরে ৩টি স্বর্ণপদক এবং ভারতের চেন্নাইয়ে এশিয়া প্যাসিফিক রিজিওনাল গেমসে ১টি স্বর্ণপদক জেতেন। গৌরবময় এই অর্জনের স্বীকৃতিস্বরূপ ২০২০ সালে তিনি জাতীয় ক্রীড়া পদক-এ ভূষিত হন।