Saturday 22 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অপো এ৬ প্রো নিয়ে আসছে ‘রোজউড রেড’

সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ সেপ্টেম্বর ২০২৫ ২২:১০

অপো এ৬ প্রো। ছবি: সংগৃহীত

ঢাকা: রঙ কেবল নান্দনিক পছন্দের চেয়েও বেশি কিছু। এটি অনুভূতি তৈরি করে, স্মৃতিকে ধারণ করে ও এমন অনুভূতি উদ্দীপ্ত করে যা আমাদের বাকি বিশ্বের সঙ্গে যুক্ত করে। ফ্যাশন, ডিজাইন ও প্রযুক্তির ক্ষেত্রে রঙ প্রায়শই উদ্ভাবন কেমন হবে তা নির্ধারণ করে দেয়। আর ২০২৫ সালের জন্য, অপো নিয়ে এসেছে এ বছরের সবচেয়ে মনোমুগ্ধকর শেড, রোজউড রেড। অপো এ৬ প্রোর রোজ পেটাল ডিজাইনে নিয়ে আসা হয়েছে ঐতিহ্য, শিল্পকলা ও আধুনিকতার অনন্য সমন্বয়। বুধবার (২৪ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বজুড়ে রোজউড রেড ডিজাইন সবচেয়ে প্রশংসিত শেড হিসেবে বিবেচিত হচ্ছে। এর কোমল আন্ডারটোনগুলো উষ্ণতা, আশাবাদ ও স্থিতিশীল শক্তির প্রতীক। একটি আধুনিক পৃথিবী আকাঙ্ক্ষা হিসেবে এটি শান্তি, বিশ্বাসযোগ্যতা ও পরিচ্ছন্নতার অনুভূতি জাগিয়ে তোলে। আমাদের এই অনিশ্চিত ও দ্রুত পরিবর্তনশীল বিশ্বে রোজউড রেড হয়ে উঠেছে স্থিতিশীলতা ও ইতিবাচক শক্তির বহিঃপ্রকাশ। এটি অনুষ্ঠান ও ঐতিহ্যে নিয়ে আসে আধুনিকতার ছোঁয়া। পাশাপাশি, এর গভীর কনট্রাস্ট নান্দনিক সামঞ্জস্য নিশ্চিত করে রঙটিকে চিরন্তন ও সমসাময়িক করে তোলে। উজ্জ্বলতা ও শান্তির মধ্যে ভারসাম্য ধরে রাখে এটি, করে তোলে আত্মবিশ্বাস ও অনুপ্রেরণার অংশ।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রকৃতির শক্তির মতো, মানুষের জীবনও বাহ্যিক চাপে থাকে; কর্মস্থলে চ্যালেঞ্জ, বাড়ির দায়িত্ব ও স্বপ্নের পেছনে থাকা ব্যক্তিগত সংগ্রাম। তবে, যেভাবে একটি গোলাপ এরপরও প্রস্ফুটিত হয়, ঠিক তেমনি মানুষও সংকল্প ও ধৈর্যের মাধ্যমে ঘুরে দাঁড়ায় এবং ফুলের মতো বিকশিত হয়। এই বেড়ে ওঠার দার্শনিকতার প্রতীক অপো এ৬ প্রোর রোজ পেটাল ডিজাইন। এটি মনে করিয়ে দেয় যে, প্রতিবন্ধকতা না থাকাই সফলতা নয়, বরং, এগুলো পেরিয়ে যাওয়াই আসল বিকাশ। রোজ পেটাল ডিজাইন যেন এটিই ফুটিয়ে তোলে, আলোতে প্রস্ফুটিত, স্পর্শে বিকশিত ও বিভিন্ন দৃষ্টিকোণ থেকে নতুন টেক্সচারের রূপক হয়ে ওঠে এটি।

এতে আরও বলা হয়, অপো এ৬ প্রো কেবল দেখার ক্ষেত্রে নয়, অনুভব করার ক্ষেত্রেও প্রিমিয়াম অভিজ্ঞতা নিশ্চিত করবে। ডিজাইনটি হাতে ধরার অনুভূতিকে সমৃদ্ধ করার পাশাপাশি, আলো-ছায়ার এক অনন্য অভিজ্ঞতা নিয়ে আসবে। এটি কেবল আর সাধারণ কোনো রঙ থাকছে না, এটি হয়ে উঠতে যাচ্ছে আবেগ, লাইফস্টাইল ও ব্যক্তিগত অনুভূতির একটি অব্যক্ত অভিব্যক্তি। প্রতিষ্ঠানটি জানিয়েছে, রোজউড রেড ও রোজ পেটাল ডিজাইনে নিয়ে আসা অপো এ৬ প্রো কেবল কোনো স্মার্টফোন নয়; এটি প্রাকৃতিকভাবে অনুপ্রাণিত শিল্প। অধ্যবসায়, ভালোবাসা ও সফলতার অনুপ্রেরণা তৈরি করতে এটি নির্ভুলভাবে ডিজাইন করা হয়েছে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে, প্রযুক্তি ডিভাইসের চেয়েও বেশি কিছু হতে পারে; এটি আবেগ ও সমৃদ্ধির প্রতীক হয়ে উঠতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনন্য এই ডিভাইসটি শিগগিরই বাংলাদেশে আসতে যাচ্ছে। ব্যবহারকারীরা এমন একটি ডিভাইসের অভিজ্ঞতা লাভ করতে যাচ্ছেন যা, কেবল উদ্ভাবন নিয়ে আসছে না, বরং অনুপ্রেরণাও নিয়ে আসছে। অপো এ৬ প্রোর প্রিমিয়াম নান্দনিকতা ও স্পর্শের স্বাচ্ছন্দ্য ব্যবহারকারীর কাছে স্মার্টফোনে সংজ্ঞাই বদলে দেবে। এটি কেবল কোনো ডিভাইস নয়, এটি যেন জীবনেরই গল্প, যেখানে বাধা পেরিয়ে ঘুরে দাঁড়ানো, সহনশীলতার সাথে শক্তিশালী হয়ে ওঠা ও নিজের সৌন্দর্য ফুটিয়ে তোলা উঠে এসেছে।

সারাবাংলা/ইএইচটি/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর