Wednesday 24 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরা সীমান্তে ১০ বাংলাদেশি আটক, বিজিবির কাছে হস্তান্তর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ সেপ্টেম্বর ২০২৫ ২২:৫৭

আটক বাংলাদেশিরা।

সাতক্ষীরা: অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ১০ জন বাংলাদেশি নাগরিককে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তে এক পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ তাদের হস্তান্তর করে। পরে রাতে বিজিবি তাদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করে।

হস্তান্তরকৃতরা হলেন- সাতক্ষীরার কালিগঞ্জের সোনাতলার নেয়ামত আলী, তার স্ত্রী পাপিয়া বেগম, পাটকেলঘাটার শীলা আক্তার সরবানু, তার ছেলে হাবিব মোল্লা ও লাবিবা মোল্লা, খুলনার তেরখাদার আব্দুল, তার স্ত্রী আফরোজ মোল্লা ও মেয়ে রুকাইয়া খাতুন, গাইবান্ধার গোবিন্দগঞ্জের মোছা. মোসলেমা খাতুন ও তার মেয়ে আনাবিয়া।

বিজ্ঞাপন

জানা গেছে, গত ২৩ সেপ্টেম্বর রাত ১০টার দিকে তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের হাকিমপুর চেকপোস্ট অতিক্রম করতে গিয়ে বিএসএফ’র হাতে আটক হয়।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক বলেন, ‘আটকদের আইনি প্রক্রিয়া শেষে পরিবারের জিম্মায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’

সারাবাংলা/এইচআই

বাংলাদেশি আটক বিজিবি সাতক্ষীরা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর