Thursday 25 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এশিয়া কাপ ২০২৫
বাংলাদেশ-পাকিস্তান মুখোমুখি লড়াইয়ে এগিয়ে কে?

স্পোর্টস ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৫৩ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১১:৫২

আজ এশিয়া কাপের ‘সেমিতে’ মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান

এশিয়া কাপে এবার নেই কোন সেমিফাইনাল। তবে সুপার ফোরে আজকের ম্যাচতাই কার্যত এবারের আসরের সেমি। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান। টি-২০ ফরম্যাটে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে কোন দল?

টি-২০ ফরম্যাটে বাংলাদেশ-পাকিস্তান মুখোমুখি হয়েছে মোট ২৫ বার। দুই দলের দেখায় যোজন যোজন এগিয়ে পাকিস্তান। তারা জয় পেয়েছে মোট ২০ বার। অন্যদিকে বাংলাদেশের জয় মাত্র ৫ ম্যাচে।

নিজেদের মাটিতে পাকিস্তান জয়ের দেখা পেয়েছে ৬ বার। বাংলাদেশ ঘরের মাঠে জয় পেয়েছে ৪ বার। অ্যাওয়ে ম্যাচে পাকিস্তানের জয় ৬টি। বাংলাদেশ কখনোই পাকিস্তানের মাটিতে জয়ের স্বাদ পায়নি।

বিজ্ঞাপন

নিরপেক্ষ ভেন্যুতে পাকিস্তানের জয় ৮ ম্যাচে। বাংলাদেশ এরকম ভেন্যুতে মাত্র একবারই পাকিস্তানকে হারাতে পেরেছে।

দুই দলের সবশেষ ৫ দেখায় এগিয়ে পাকিস্তান। তারা জিতেছে ৩ ম্যাচ, বাংলাদেশের জয় ২ ম্যাচে। সবশেষ দুই দলের দেখা হয়েছিল ২০২৫ সালের ২৫ জুলাই। সেবার পাকিস্তান জিতেছিল ৭৪ রানের বড় ব্যবধানে।

আজ রাত ৮.৩০ মিনিটে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান। আজকের জয়ী দলই ২৮ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে ফাইনালে মাঠে নামবে।

সারাবাংলা/এফএম

এশিয়া কাপ বাংলাদেশ-পাকিস্তান

বিজ্ঞাপন

‘ইউনূস সাহেব বৈষম্য সৃষ্টি করেছেন’
২৬ সেপ্টেম্বর ২০২৫ ০০:৩১

আরো

সম্পর্কিত খবর