Thursday 25 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এশিয়া কাপ ২০২৫
সাকিবকে ছাড়িয়ে সবার উপরে মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৫৯ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১২:২১

বাংলাদেশের হয়ে টি-২০তে সর্বোচ্চ উইকেটশিকারি এখন ফিজ

এই টুর্নামেন্ট চলার সময়ই সাকিব আল হাসানকে ছুঁয়েছিলেন তিনি। বাংলাদেশের হয়ে সাকিবের সঙ্গে টি-২০ ফরম্যাটে যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন মোস্তাফিজুর রহমান। ভারতের বিপক্ষে ফিজ ছাড়িয়ে গেলেন সাকিবকে। ১৫০ উইকেট ছুঁয়ে নতুন ইতিহাসও গড়লেন তিনি।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গত রাতে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ভারতের বিপক্ষে একটি উইকেট পেয়েছেন মুস্তাফিজ। আর এতেই হয়েছে নতুন রেকর্ড।

দেশের প্রথম বোলার হিসেবে আন্তর্জাতিক টি-২০ ফরম্যাটে ১৫০ উইকেটের মাইলফলক ছুঁলেন মোস্তাফিজ। এই ফরম্যাটে সর্বোচ্চ উইকেটও এখন তার।

১১৮তম ম্যাচে এসে ১৫০ উইকেটের দেখা পেলেন মোস্তাফিজ। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটের ইতিহাসে এখন সেরা তিন বোলারের মধ্যে মোস্তাফিজ একজন।

বিজ্ঞাপন

মোস্তাফিজের ওপরে কেবল আছেন শুধুই আফগানিস্তানের রশিদ খান ও নিউজিল্যান্ডের টিম সাউদি। ১০৩ ম্যাচে ১৭৩ উইকেট নিয়ে সবার উপরে আছেন রশিদ। ১২৬ ম্যাচে ১৬৪ উইকেট নিয়ে তার পরেই আছেন সাউদি।

সারাবাংলা/এফএম

এশিয়া কাপ ২০২৫ মোস্তাফিজুর রহমান

বিজ্ঞাপন

‘ইউনূস সাহেব বৈষম্য সৃষ্টি করেছেন’
২৬ সেপ্টেম্বর ২০২৫ ০০:৩১

আরো

সম্পর্কিত খবর