এই টুর্নামেন্ট চলার সময়ই সাকিব আল হাসানকে ছুঁয়েছিলেন তিনি। বাংলাদেশের হয়ে সাকিবের সঙ্গে টি-২০ ফরম্যাটে যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন মোস্তাফিজুর রহমান। ভারতের বিপক্ষে ফিজ ছাড়িয়ে গেলেন সাকিবকে। ১৫০ উইকেট ছুঁয়ে নতুন ইতিহাসও গড়লেন তিনি।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গত রাতে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ভারতের বিপক্ষে একটি উইকেট পেয়েছেন মুস্তাফিজ। আর এতেই হয়েছে নতুন রেকর্ড।
দেশের প্রথম বোলার হিসেবে আন্তর্জাতিক টি-২০ ফরম্যাটে ১৫০ উইকেটের মাইলফলক ছুঁলেন মোস্তাফিজ। এই ফরম্যাটে সর্বোচ্চ উইকেটও এখন তার।
১১৮তম ম্যাচে এসে ১৫০ উইকেটের দেখা পেলেন মোস্তাফিজ। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটের ইতিহাসে এখন সেরা তিন বোলারের মধ্যে মোস্তাফিজ একজন।
মোস্তাফিজের ওপরে কেবল আছেন শুধুই আফগানিস্তানের রশিদ খান ও নিউজিল্যান্ডের টিম সাউদি। ১০৩ ম্যাচে ১৭৩ উইকেট নিয়ে সবার উপরে আছেন রশিদ। ১২৬ ম্যাচে ১৬৪ উইকেট নিয়ে তার পরেই আছেন সাউদি।