Thursday 25 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এশিয়া কাপ ২০২৫
ভারতের গুরুতর অভিযোগ, নিষিদ্ধ হচ্ছেন রউফ-ফারহান?

স্পোর্টস ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২৫ ১১:১৮ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১৩:১৭

শাস্তির মুখোমুখি ফারহান-রউফ

ভারতের বিপক্ষে ম্যাচে দুই পাকিস্তানি ক্রিকেটারের উদযাপন জন্ম দিয়েছিল বিতর্কের। হারিস রউফ ও সাহিবজাদা ফারহানের বিরুদ্ধে এবার আনুষ্ঠানিক অভিযোগই করে বসল ভারত। খেলার মাঠে রাজনৈতিক বার্তা দেওয়ায় এই দুই ক্রিকেটারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য আইসিসিকে প্রস্তাব দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

গ্রুপ পর্বের পর সুপার ফোরেও মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। আগের ম্যাচে দুই দলের হাত না মেলানোর ঘটনায় আগে থেকেই উত্তপ্ত ছিল পরিস্থিতি। ২১ সেপ্টেম্বর দুবাইতে ব্যাটিংয়ে নেমে দারুণ এক ইনিংস খেলেন ফারহান। হাফ সেঞ্চুরি তুলে নেওয়ার পর ব্যাটকে বন্দুকের মতো উঁচিয়ে ধরে উদযাপন করেন তিনি।

বিজ্ঞাপন

ফিল্ডিংয়ে নেমে হারিস রউফও করেছেন বিতর্কিত এক উদযাপন। বাউন্ডারি লাইনে ভারতীয় সমর্থকের উদ্দেশে কাশ্মীরে চলা সংঘাতের সময় ৬টি রাফায়েল বিমান ভূপাতিত করার ইঙ্গিত করেছেন এই পাকিস্তানি পেসার। যদিও এটা সরাসরি স্বীকার করেননি তিনি।

ফারহান ও রউফের এই দুই উদযাপন ম্যাচের দিনেই আলোচনার জন্ম দিয়েছিল। ধারণা করা হচ্ছিল, এই ইস্যুতে ম্যাচ রেফারির কাছে অভিযোগ করবে ভারত। শেষ পর্যন্ত ম্যাচের ৪দিন পর আনুষ্ঠানিকভাবে ওই ঘটনায় অভিযোগ জানালো ভারত।

দুই পাকিস্তানি ক্রিকেটারের এই উদযাপন নিয়ে বৈঠকে বসবে ম্যাচ রেফারি ও আইসিসি। এখন দেখার বিষয় রউফ ও ফারহানকে শাস্তির মুখোমুখি হতে হয় কিনা।

সারাবাংলা/এফএম

এশিয়া কাপ ২০২৫ ভারত-পাকিস্তান

বিজ্ঞাপন

‘ইউনূস সাহেব বৈষম্য সৃষ্টি করেছেন’
২৬ সেপ্টেম্বর ২০২৫ ০০:৩১

আরো

সম্পর্কিত খবর