Friday 26 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘হাসিনার ধ্বংসযজ্ঞের পর দেশ আর কোনো পরীক্ষা-নিরীক্ষা সহ্য করবে না’

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ সেপ্টেম্বর ২০২৫ ১২:০৬ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৪২

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনার ধ্বংসযজ্ঞের পর বাংলাদেশ আর কোনো পরীক্ষা-নিরীক্ষা সহ্য করতে পারবে না। এই দেশ কোনো টেস্ট টিউব বা ল্যাবরেটরি নয় বলে মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা জানান বিএনপির শীর্ষ এ নেতা।

মির্জা ফখরুল তার পোস্টে লিখেন,, “বিএনপি আগেও করেছে, আবারও করতে পারবে। আমাদের আছে অভিজ্ঞতা ও সাফল্যের ইতিহাস। বাংলাদেশ এখন পরীক্ষিত নেতৃত্ব চায়।”

তিনি আরও বলেন, “বিএনপি প্রস্তুত—স্থিতিশীলতা, মর্যাদা ও অগ্রগতি ফিরিয়ে আনতে। এখন সময় বিএনপির। বিএনপি কী দিচ্ছে? সংবিধান সংস্কার, ন্যায়বিচার ফিরিয়ে আনা, জনগণের মতামতকে সম্মান; শুধু সুষ্ঠু নির্বাচন ও প্রকৃত ফলাফল; ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়া; দুই মেয়াদ যথেষ্ট—আজীবন ক্ষমতায় আঁকড়ে থাকার অবসান।”

বিজ্ঞাপন

বিএনপি মহাসচিব বলেন, “এমপিদের কণ্ঠস্বর ফিরিয়ে দিন—শুধু ভোট নয়, মতামতের অধিকার। কাগুজে ব্যালটই সমাধান—নিরাপদ, সহজ ও সৎ নির্বাচন। জনগণের জন্য কাজ করা প্রকৃত প্রশাসন প্রতিষ্ঠা করতে হবে। বাংলাদেশ জিন্দাবাদ!”

রাজনৈতিক অঙ্গনে ফখরুলের এই বক্তব্যকে বিএনপির নতুন করে নেতৃত্ব দাবি ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আহ্বান হিসেবে দেখা হচ্ছে।

সারাবাংলা/এফএন/ইআ

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর