ঢাকা: আগামী জাতীয় সংসদ নির্বাচনে কারা বিএনপির মনোনয়ন পাবেন, সে বিষয়ে স্পষ্ট ধারণা দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীতে ‘বিশ্ব ফার্মাসিস্ট দিবস’ উপলক্ষে ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে তিনি এ ধারণা দেন।
ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, “যারা জনগণের কাছে সমাদৃত ও দলীয় জরিপের ফলাফলে এগিয়ে থাকবেন, তারাই বিএনপির মনোনয়ন পাবেন।”
তিনি জানান, প্রায় দেড় বছর আগে থেকেই বিএনপির নির্বাচনী প্রস্তুতি শুরু হয়েছে। সারাদেশে নেতাকর্মীরা তৃণমূল পর্যায়ে কাজ করে যাচ্ছেন। খুব শিগগিরই মনোনয়ন চূড়ান্ত করার সিদ্ধান্ত নেবে দল।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা করেই বিএনপি নির্বাচনে যাবে এবং জনগণকে সঙ্গে নিয়ে ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করবে।
এ সময় তিনি আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অদূর ভবিষ্যতে দেশে ফিরবেন। নির্বাচনসহ গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দেবেন তিনি।