Thursday 30 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবিলম্বে সাংবাদিকদের সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি বিপিজেএফের

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৩৪ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০১

ঢাকা: সারাবছরই দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকরা নানান নির্যাতনের শিকার হলেও সঠিক বিচার পান না। তাই অবিলম্বে সাংবাদিকদের সুরক্ষা আইন বাস্তবায়ন ও মর্যাদা বাড়াতে বেশ কিছু দাবি জানিয়েছে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি কাজী শরিফুল ইসলাম (শাকিল) ও সাধারণ সম্পাদক মো. রোমান আকন্দ-এর সই করা এক যৌথ বিবৃতিতে এসব দাবি জানানো হয়।

গণমাধ্যম সংস্কার কমিশন করায় অন্তর্বতী সরকারকে ধন্যবাদ জানিয়ে বিবৃতিতে তারা বলেন, সারাদেশের সাংবাদিকদের স্বার্থে দাবি ও মর্যাদা আদায়ে আমরা মাঠে রয়েছি। স্বাধীনতার ৫৪ বছর পার হলেও সাংবাদিক সমাজ ও সাংবাদিকতা এখনো সুরক্ষিত নয়। বিশেষ করে তৃণমূলের সাংবাদিকরা সবচেয়েবেশি অবহেলিত। তাই তাদের সুরক্ষায় সরকারকে একটি সময়োপযোগী সিদ্ধান্ত নিতে হবে।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়, সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা কী হবে, তা গণমাধ্যম সংস্কার কমিশনকে নির্ধারণ করতে হবে। এছাড়া অশিক্ষিত বা অপেশাদার কোনো ব্যক্তি যাতে এ পেশায় আসতে না পারে, সেজন্য কঠোর নীতিমালা করতে হবে এবং বাস্তবায়ন করতে হবে। একটি জাতীয় ডাটাবেজ করে দেশের সাংবাদিকদের তালিকা করতে হবে এবং অবিলম্বে সাংবাদিকদের সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে, যাতে বাংলাদেশের আর একটি সাংবাদিকও নির্যাতিত না হন।

দাবিগুলো হলো- সাংবাদিক নির্যাতন বন্ধে কঠোর আইন প্রণয়ন করা; মাধ্যমিক পর্যায় থেকে সাংবাদিকতা একটি অধ্যায় চালু করা; পেশাগত কাজে সাংবাদিক নির্যাতনের শিকার ও হামলা-মামলার ব্যয়ভার সংশ্লিষ্ট গণমাধ্যমকে বহন করা; সারাদেশে হরতাল ও অবরোধ অথবা সংঘর্ষের ঘটনার সময় পেশাগত দায়িত্ব পালনের জন্য ঝুঁকিভাতা প্রদান; কোনো সাংবাদিককে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা মামলায় জড়ালে কঠোর শাস্তির আওতায় আনা; গত ১৫ বছরে যত সাংবাদিকের নামে মিথ্যা মামলা হয়েছে, সেগুলোর বাদীদের আইনের আওতায় আনা; জুলাই অভ্যুত্থানে যেসব সাংবাদিককে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে, সেসব মামলা প্রত্যাহারসহ বাদীকে শাস্তির আওতায় আনা; প্রতিটি গণমাধ্যমে সাংবাদিকদের অনুকূলে কল্যাণ ফান্ড গঠন করা;  কোনো মামলায় দোষী প্রমাণ হওয়ার আগে কোনো সাংবাদিককে গ্রেফতার না করা এবং গণমাধ্যম ওয়েজবোর্ড অনুযায়ী জেলা ও উপজেলা পর্যায়ে বেতন কাঠামো নির্ধারণ করা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর