‘আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে’
২৪ ডিসেম্বর ২০১৭ ১৪:৩১
সিনিয়র করেসপন্ডেন্ট
‘আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, এখন আমাদের আর কোনো উপায় নেই। দাবি আদায় না হওয়া পর্ন্ত আমরা শহীদ মিনার ছাড়ব না। আমাদের লাশ যাবে কিন্তু আমরা এখান থেকে যাব না।’
রোববার দুপুরে শহীদ মিনারে সারাবাংলার কাছে নিজেদের এমন কঠোর অবস্থানের কথা জানালেন নরসিংদীর শিউলি মিত্র। যিনি বেতন বৈষম্যের প্রতিবাদে ডাকা অনশন কর্মসূচিতে যোগ দিয়েছেন।
শিউলী মিত্র বলেন, আমাদের সঙ্গে এত বৈষম্য হয়েছে যে আমরা প্রধান শিক্ষকের তিন ধাপ নিচে রয়েছি। এখন আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। আমাদের আর কোনা উপায় নেই। আমাদের একদফা এক দাবি। আমরা ১১-তম গ্রেড চাই। এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমাদের লাশ যাবে। তারপরও দাবি আদায় না হওয়া পর্ন্ত আমরা এখান থেকে সরব না।
শনিবার থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনের দাবিতে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক মহাজোটের ডাকে আমরণ অনশন কর্মসূচি চলছে। মহাজোটে শিক্ষকদের ভিন্ন ভিন্ন পাঁচটি সমিতির ব্যানারে কয়েক হাজার শিক্ষক অংশ নিয়েছেন।
সারাবাংলা/এমএস/একে