Saturday 27 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইইউর কমিশনারের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৫ সেপ্টেম্বর ২০২৫ ১৬:০৫ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০০

ঢাকা: ইউরোপীয় ইউনিয়নের সমতা, প্রস্তুতি এবং সংকট ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার হাদজা লাহবিবের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক ফেসবুক পোস্টের মাধ্যমে এই তথ্য জানিয়েছে। এর আগে, স্থানীয় সময় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সুশাসন, নারীর ক্ষমতায়ন, দুর্যোগ প্রস্তুতি, জলবায়ু স্থিতিস্থাপকতা এবং রোহিঙ্গা সংকট নিয়ে তারা আলোচনা করেন। পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের সংস্কার প্রক্রিয়া এবং মানবিক সহায়তার জন্য ইইউর অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অংশীদারিত্বমূলক অগ্রাধিকারের ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করার জন্য বাংলাদেশের প্রস্তুতি পুনর্ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/একে/ইআ

ইইউ কমিশনার পররাষ্ট্র উপদেষ্টা

বিজ্ঞাপন

রাজবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
২৭ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৪০

আরো

সম্পর্কিত খবর