উত্তর কোরিয়া বিপুল পরিমাণ পারমাণবিক অস্ত্র-উপযোগী ইউরেনিয়াম সঞ্চয় করছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া। সিউলের একীকরণমন্ত্রী চুং ডং-ইয়ং বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সাংবাদিকদের বলেন, পিয়ংইয়ং বর্তমানে প্রায় দুই কেজি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ করেছে, যার বিশুদ্ধতা ৯০ শতাংশ বা তারও বেশি। বিষয়টি নিশ্চিত হলে উত্তর কোরিয়ার পারমাণবিক উপকরণের মজুদ উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে ধরা হবে।
চুং জানান, উত্তর কোরিয়া অন্তত চারটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্ল্যান্ট পরিচালনা করছে। এর মধ্যে কেবল ইয়ংবিয়নের নাম তিনি উল্লেখ করেন, যা পূর্বে স্থগিত থাকলেও ২০২১ সালে পুনরায় সক্রিয় হয়।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, একটি পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রায় ৪২ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন। সে হিসেবে দুই কেজি ইউরেনিয়াম দিয়ে প্রায় ৪৭টি পারমাণবিক বোমা তৈরি সম্ভব।
চুং বলেন, ‘উত্তর কোরিয়ার পারমাণবিক উন্নয়ন থামানো জরুরি।’ তবে তিনি মনে করেন, নিষেধাজ্ঞা কার্যকর কেবল ওয়াশিংটন-পিয়ংইয়ং শীর্ষ বৈঠকের মাধ্যমেই সম্ভব।
২০০৬ সালে প্রথম পারমাণবিক পরীক্ষা চালানোর পর থেকে উত্তর কোরিয়া জাতিসংঘের একাধিক নিষেধাজ্ঞার মুখে আছে। তবুও দেশটি তাদের পারমাণবিক কর্মসূচির সুনির্দিষ্ট তথ্য কখনো প্রকাশ করেনি।
দক্ষিণ কোরিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট লি জে মিউং এর আগের প্রশাসনের তুলনায় অপেক্ষাকৃত নমনীয় নীতি নেওয়ার ঘোষণা দিয়েছেন।