ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, কোনো রাজনৈতিক দলের অরাজনৈতিক, অবৈধ ও অসাংবিধানিক আবদার মেনে জাতিকে সংকটে ফেলা যাবে না। তিনি বলেন, যারা আইন-কানুন ও সংবিধান মেনে রাষ্ট্র পরিচালনা করতে চায়, তাদের প্রতি আহ্বান— সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রেখেই দেশকে আইনের শাসনের রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টে এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ সব কথা বলেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এই সরকার সাংবিধানিক ধারাবাহিকতার সরকার। প্রধান উপদেষ্টা নিজেই বারবার তার বক্তব্যে বিষয়টি পরিষ্কার করেছেন। ভবিষ্যতেও আইনানুগভাবে রাষ্ট্রকে পরিচালনা করতে হবে।’
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘প্রতিবেশী কিছু দেশ বাংলাদেশে স্থিতিশীলতা চায় না। কারণ, অস্থিতিশীলতা তৈরি হলে তারা দুর্বল সরকার চাইবে, যাতে নিজেদের স্বার্থ হাসিল করতে পারে। এভাবে শেখ হাসিনার মতো আরেকটি ফ্যাসিস্ট সরকার প্রতিষ্ঠিত হওয়ার সুযোগও তৈরি হতে পারে।’
সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির বিরোধিতা করে বিএনপির এই নেতা বলেন, ‘পিআর হলে দেশে স্থায়ী অস্থিতিশীলতা তৈরি হবে। কম জনপ্রিয় দলগুলোর জন্য এটি লাভজনক হলেও মেজরিটি পার্টিকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না।’
তিনি আরও বলেন, ‘সংবিধানে পরিষ্কারভাবে উল্লেখ আছে— জনপ্রতিনিধি নির্বাচিত হবে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে।’ জামায়াতকে তা জানতে সংবিধান খুলে দেখা উচিত বলেও মন্তব্য করেন তিনি।