ঢাকা: রাজধানীতে চলন্ত বাসে অজ্ঞান পার্টির কবলে পরে মোখলেসুর রহমান (৪০) নামে এক কাপড় ব্যবসায়ীর মৃত্যুর হয়েছে।
বৃহস্পতিবার (২৫সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একটি ওয়ার্ডে মারা যান তিনি। বেলা ১১টার দিকে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।
হাসপাতালে মৃত ব্যক্তির বিয়াই নাজির মোল্লা জানান, তাদের বাড়ি নড়াইল জেলার লোহাগড়া থানার হানদোলা গ্রামে। তার বাবার নাম আব্দুর রহমান। এলাকায় তাদের কাপড়ের ব্যবসা রয়েছে। বিভিন্ন সময় মোখলেস ঢাকায় কাপড় কিনতে এলে তাকে সঙ্গে করে নিয়ে আসে। বুধবার রাতে নড়াইল থেকে বাস যোগে রওনা হয়ে আজ সকালে যাত্রবাড়ী এলাকায় নামেন তারা।
নাজির মোল্লা বলেন, ‘সকাল ৯টার দিকে যাত্রাবাড়ী থেকে একটি বাসে উঠে নারায়ণগঞ্জের ভুলতার উদ্দেশে রওনা দিই আমরা। পাশাপাশি ছিটেই বসেছিলাম দু’জন। বাসটি কিছুদুর যেতেই এক হকার ওঠে বিভিন্ন রকমের আচার নিয়ে। মোখলেস ওই হকারের কাছ থেকে বড়ই আচার কিনে খায়। কিছুক্ষণ পর হকার এসে বলে একটু পানি খান ভালো লাগবে। ওই হকার আমাকেও আচার খেতে বলে। কিন্তু আমি খাইনি। পরে সে জোরাজুরি করে। তখন তাকে ধরতে গেলে দৌড়ে বাস থেকে নেমে যায়।’
তিনি আরও বলেন, “এর কিছুক্ষণ পর মোখলেস বলে, ‘আমার কেমন জানি লাগতেছে বলেই অচেতন হয়ে পড়ে।’ গাড়ির লোকজন যাত্রাবাড়ী এলাকাতেই আমাদের বাস থেকে নামিয়ে হাসপাতালে নিতে বলে। তখন বাস থেকে নেমে একটি অ্যাম্বুলেন্সে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। এখানেই চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে মারা যায়।”
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।