Thursday 25 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামায়াত আ.লীগের পুনর্বাসনে ফ্যাসিস্টদের সঙ্গে কাজ করছে: রিজভী

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৪১ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫ ২০:০১

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী|।

ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, জামায়াতে ইসলামী পতিত ফ্যাসিস্ট শক্তির সঙ্গে হাত মিলিয়ে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের চেষ্টা করছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) নয়াপল্টন দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন।

রিজভী বলেন, ‘আওয়ামী লীগ দীর্ঘদিন গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন ধ্বংস করে দেশকে অন্ধকারে নিমজ্জিত করেছিল। গণহত্যা, দমন-পীড়ন ও সীমাহীন দুর্নীতির দায়ে তারা জনগণের কাছে প্রত্যাখ্যাত। অথচ আজ তারা ভিন্ন ভিন্ন কৌশলে আবারও মাঠে ফেরার চেষ্টা করছে। সেই সুযোগ করে দিতেই জামায়াত ফ্যাসিস্টদের পাশে দাঁড়িয়েছে।’

বিজ্ঞাপন

রিজভী আরও বলেন, ‘আওয়ামী লীগের মধ্যে এখনও কোনো অনুশোচনা নেই। তারা যে ভয়াবহ দমননীতি চালিয়েছে, গণহত্যা ও নির্যাতনের রাজনীতি করেছে। তার জন্য জাতির কাছে বা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ক্ষমা পর্যন্ত চাননি।

সম্প্রতি নিউইয়র্কে আওয়ামী লীগকে ঘিরে ঘটে যাওয়া একটি ঘটনা নিয়েও রিজভী মন্তব্য করেন। তিনি বলেন, ‘বিদেশের মাটিতেও তাদের হিংস্রতা ও ফ্যাসিবাদী চরিত্র প্রকাশ পেয়েছে। এক বছর পেরোলেও তাদের মানসিকতায় কোনো পরিবর্তন হয়নি।’

সারাবাংলা/এফএন/এইচআই

আ.লীগের পুনর্বাসন জামায়াত ফ্যাসিস্ট বিএনপি রুহুল কবির রিজভী

বিজ্ঞাপন

‘ইউনূস সাহেব বৈষম্য সৃষ্টি করেছেন’
২৬ সেপ্টেম্বর ২০২৫ ০০:৩১

আরো

সম্পর্কিত খবর