রাজবাড়ী: রাজবাড়ীতে ইঞ্জিনচালিত নসিমনের ধাক্কায় মো. সজিব মোল্লা (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সদর উপজেলার শ্রীপুর তালতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সজিব মোল্লা রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড-এর মৃত ওবায়দুর মোল্লার ছেলে। তিনি শ্রীপুর বাজারে ইজিবাইকের ব্যাটারি ও মোটর মেরামতের কাজ করতেন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত সজিব স্কুল থেকে ছেলেকে বাড়ি রেখে শ্রীপুর বাজারে আসার পথে ইঞ্জিনচালিত নসিমন তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’