Thursday 13 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে নসিমনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৫৪ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫ ২০:০১

নিহত সজিব মোল্লা। ছবি: সংগৃহীত

রাজবাড়ী: রাজবাড়ীতে ইঞ্জিনচালিত নসিমনের ধাক্কায় মো. সজিব মোল্লা (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সদর উপজেলার শ্রীপুর তালতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সজিব মোল্লা রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড-এর মৃত ওবায়দুর মোল্লার ছেলে। তিনি শ্রীপুর বাজারে ইজিবাইকের ব্যাটারি ও মোটর মেরামতের কাজ করতেন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত সজিব স্কুল থেকে ছেলেকে বাড়ি রেখে শ্রীপুর বাজারে আসার পথে ইঞ্জিনচালিত নসিমন তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

বিজ্ঞাপন

ভোগান্তি দিয়ে শুরু এবারের কপ৩০
১৩ নভেম্বর ২০২৫ ২৩:৪৮

তবুও অখুশি মাহমুদুল হাসান
১৩ নভেম্বর ২০২৫ ২৩:৪৫

৪ বিভাগে নতুন বিভাগীয় কমিশনার
১৩ নভেম্বর ২০২৫ ২৩:৩৮

আরো

সম্পর্কিত খবর