Thursday 25 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নীলফামারীতে ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বী বিএনপিতে নাম লেখালেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ সেপ্টেম্বর ২০২৫ ১৯:১২ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫ ২২:৩৬

নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক ও সদস্য সচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল।

নীলফামারী: নীলফামারী সদর উপজেলার একটি গ্রামের সাত শতাধিক সনাতন ধর্মাবলম্বী বিএনপিতে যোগ দিয়েছেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের দোলাপাড়া গ্রামের এই মানুষগুলো দোলাপাড়া ভবেতরণী দুর্গামণ্ডপ চত্বরে জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এক সদস্য সংগ্রহ অনুষ্ঠানে দলটিতে যোগদান করেন।

তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক ও সদস্য সচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল। এ সময় ‘হিন্দু-মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই’ এমন স্লোগান দেন যোগ দেওয়া সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ।

দোলাপাড়া ভবোতরণী দুর্গামণ্ডপ সভাপতি গজেন্দ্রনাথ রায়ের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মশগুল ইসলাম, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম শাহ আলম তমু, কচুকাটা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বুলু। সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বক্তব্য দেন ওই গ্রামের গজেন্দ্র নাথ রায়, সিমা রানী রায় ও প্রহলাদ রায়।

বিজ্ঞাপন

যোগদান অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক বলেন, ‘আমরা সবাই একে অপরের ভাই-বোন। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সুখে-দুঃখে একে অপরের পাশে থাকব। একসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বপ্নের গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব।’

সদস্য সচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল বলেন, ‘বিএনপি প্রত্যেক ধর্মের মানুষের দল। আসন্ন দুর্গাপূজার সময় প্রতিটি মন্দিরে বিএনপির স্বেচ্ছাসেবকরা নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করবেন এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে। পাশাপাশি কোনো ধরনের গুজবে কান না দেওয়া এবং কেউ যদি মব সৃষ্টি করার চেষ্টা করে তাহলে দ্রুত প্রশাসন ও আমাদের জানাবেন। নতুন স্বাধীন বাংলাদেশে নতুন করে কোনো অপরাধীকে মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া যাবে না।’

সারাবাংলা/এইচআই

বিএনপি বিএনপিতে যোগ সনাতন ধর্মাবলম্বী

বিজ্ঞাপন

‘ইউনূস সাহেব বৈষম্য সৃষ্টি করেছেন’
২৬ সেপ্টেম্বর ২০২৫ ০০:৩১

আরো

সম্পর্কিত খবর