ঢাকা: দেশের তৈরি পোশাক খাত টেকসই উন্নয়নের পথে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সাভারে টিম গ্রুপের গ্রিন ফ্যাক্টরি ফোর এ ইয়ান ডাইয়িং পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।
রাষ্ট্রদূত খাতটিতে কর্মপরিবেশ, শ্রমিকদের স্বাস্থ্য ও সুরক্ষা এবং কমপ্লায়েন্স মানে অর্জিত উন্নতির প্রশংসা করেছেন ও শিল্প সংশ্লিষ্টদের এগুলো আরও শক্তিশালী করার জন্য আহ্বান জানিয়েছেন।
রাষ্ট্রদূত রেংগলি বলেন, আজ সকালে এই কারখানা পরিদর্শন করতে পেরে আমি খুব খুশি। প্রথমত, এটি অত্যন্ত আধুনিক একটি প্রতিষ্ঠান এবং যা দেখেছি তাতে আমি সত্যিই মুগ্ধ। দ্বিতীয়ত, এই কারখানা সুইস ব্র্যান্ডের জন্য উৎপাদন করছে এবং সুইস রাষ্ট্রদূত হিসেবে এটি জানা আমার জন্য গুরুত্বপূর্ণ যে সুইস বাজারের জন্য উৎপাদনকারী কারখানাগুলোর কর্মপরিস্থিতি কেমন।
পরিদর্শনের সময় তিনি বিভিন্ন উৎপাদন ইউনিট ঘুরে দেখেন, শ্রমিক ও ব্যবস্থাপনা কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। সুইস দূতাবাসের সিনিয়র রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রেস কর্মকর্তা খালেদ চৌধুরী তার সঙ্গে ছিলেন। কোম্পানির পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ হিল নাকিব ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাকিব বলেন, এই পরিদর্শনের মূল লক্ষ্য ছিল বিদেশে বাংলাদেশের পোশাক খাতের বিরুদ্ধে ছড়িয়ে পড়া নেতিবাচক ধারণা ও ভুল তথ্য দূর করা। আমরা রাষ্ট্রদূতকে খাতের বাস্তব চিত্র দেখাতে চেয়েছি। তিনি যা দেখেছেন তাতে খুশি হয়েছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অভিজ্ঞতা শেয়ার করার অনুমতি চেয়েছেন, যা দেশের ব্র্যান্ড ইমেজ উন্নত করতে সাহায্য করবে।