ভারত ফাইনাল নিশ্চিত করেছে গত রাতেই। ২৮ সেপ্টেম্বরের ফাইনালে তাদের প্রতিপক্ষ কে হবে, সেটাই এখন বড় প্রশ্ন। আজ সুপার ফোরের ম্যাচে বাংলাদেশ-পাকিস্তান লড়াই যেন কার্যত সেমিফাইনাল। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ টসের লড়াইয়ে জিতেছে বাংলাদেশ। টসে জিতে প্রথমে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ অধিনায়ক জাকের আলি।
সুপার ফোরে দুই দলই খেলেছে দুটি করে ম্যাচ। বাংলাদেশ জয় পেয়েছিল শ্রীলংকার বিপক্ষে। পাকিস্তানও শ্রীলংকাকে হারিয়েছে। দুই দলই হেরেছে ভারতের কাছে।
আজ সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান। এই ম্যাচটিই কার্যত সেমিফাইনাল। শ্রীলংকা বাদ পড়ায় বাংলাদেশ ও পাকিস্তানের যেকোনো একটি দলই ফাইনালে পৌঁছাবে।
লিটন দাস গত রাতে ভারতের বিপক্ষে মাঠে নামেননি। আজ খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত একাদশের বাইরেই আছেন লিটন। তার পরিবর্তে টস করতে নেমেছিলেন জাকের।