সাতক্ষীরা: পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের অভয়ারণ্য এলাকা থেকে অবৈধভাবে কাঁকড়া শিকারের অভিযোগে তিন জেলেকে আটক করেছে বনবিভাগের সদস্যরা।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশনের আওতাধীন ডিঙিমারী এলাকা থেকে বনবিভাগের স্ম্যার্ট টিমের সদস্যরা তাদের আটক করে। এসময় তাদের ব্যবহৃত নৌকাটি জব্দ করা হয়।
আটক জেলেরা হলেন- উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামের বাসিন্দা আব্দুল আলিম পাড় (৪৮) ও তার দুই ছেলে ফারুক (২৫) ও ইয়াছিন (২২)।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. ফজলুল হক জানান, আটক জেলেরা বৈধ অনুমতিপত্র নিয়েই সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়েছিলেন। কিন্তু তারা সুন্দরবনে প্রবেশের শর্ত লঙ্ঘন করে অভয়ারণ্যের ভেতরে কাঁকড়া শিকার করছিলেন। এ সময় স্ম্যার্ট পেট্রোল টিমের সদস্যরা তাদের হাতেনাতে আটক করে। বন আইনের মামলায় তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।