Thursday 25 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এশিয়া কাপ ২০২৫
অবিশ্বাস্য বাংলাদেশ, ১৩৫ রানে আটকে গেল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২৫ ২২:২৩ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫ ০০:৫১

উইকেট নেওয়ার পর মাহেদির উল্লাস

আজকের ম্যাচটিই কার্যত টুর্নামেন্টের সেমিফাইনাল। বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের জয়ী দলই ২৮ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে এশিয়া কাপের এবারের আসরের ফাইনালে খেলবে। ফাইনালে ওঠার লড়াইয়ে দুর্দান্ত সূচনা পেল বাংলাদেশ। বাংলাদেশের বোলিং দাপটে ব্যাটিং নেমে ১৩৫ রানের পুঁজি পেয়েছে পাকিস্তান।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ টসে হেরে ব্যাটিংয়ে নেমেছিল পাকিস্তান। প্রথম ওভারেই আঘাত হানেন তাসকিন। ৪ রানে ফেরেন সাহিবজাদা ফারহান। পরের ওভারে শূন্য রানে সায়েম আইয়ুবকে ফেরান মাহেদি। এটি আইয়ুবের এই টুর্নামেন্টে চতুর্থ ডাক!

কিছুটা প্রতিরোধের আভাস দিয়েও ফাখার জামান রিশাদের বলে ফিরেছেন ১৩ রানে। তালাত ও আঘাও বেশিক্ষণ টিকতে পারেননি ক্রিজে। ৪৯ রানে ৫ উইকেট হারিয়ে পাকিস্তান তখন দিশেহারা।

বিজ্ঞাপন

মিডল অর্ডারে পাকিস্তানকে কিছুটা স্বস্তি এনে দিয়েছেন মোহাম্মদ হারিস। ২৩ বলে ৩১ রান করা হারিসই ইনিংসের সর্বোচ্চ স্কোরার। শেষের দিকে মোহাম্মদ নাওয়াজের ১৫ বলে ২৫ রানের ক্যামিওতে ১৩৫ রানের লড়াই করার পুঁজি পেয়েছে পাকিস্তান।

২৮ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার তাসকিন। মাহেদি ও রিশাদ পেয়েছেন দুটি করে উইকেট।

সারাবাংলা/এফএম

এশিয়া কাপ ২০২৫

বিজ্ঞাপন

‘ইউনূস সাহেব বৈষম্য সৃষ্টি করেছেন’
২৬ সেপ্টেম্বর ২০২৫ ০০:৩১

আরো

সম্পর্কিত খবর