Friday 02 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে নদে ডুবে দাদি ও নাতির মৃত্যু, নিখোঁজ আরও এক শিশু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ সেপ্টেম্বর ২০২৫ ২২:৩১ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫ ০০:৫১

প্রতীকী ছবি

ফরিদপুর: ফরিদপুরে কুমার নদে গোসলে নেমে পানিতে ডুবে দাদি ও নাতির মৃত্যু হয়েছে। একইসঙ্গে অপর এক শিশু নিখোঁজ রয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে জেলার সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের পশ্চিম ভাষানচর এলাকায় এই ঘটনা ঘটে। নিখোঁজের ৪ ঘণ্টা পর স্থানীয়দের সহায়তায় দুজনের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

নিহতরা হলেন— তুলা মৃধার ছেলে তৌসিফ মৃধা (৮) ও দিরাজ উদ্দিন মৃধা স্ত্রী মালেকা বেগম মালা(৬৫)। সম্পর্ক তারা দাদি ও নাতি। নিখোঁজ রয়েছে সরফ উদ্দিন মৃধার ছেলে সোয়াদ মৃধা (৬)। তৌসিফ ও সোয়াদ ভাসান চর প্রাথমিক বিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় শ্রেণির ছাত্র।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দা সাগর মোল্লা বলেন, ‘দুপুরে বাড়ির পাশে কুমার নদে গোসল করতে গিয়ে আপন চাচাতো ভাই সোয়াদ ও তৌসিফ পানিতে ডুবে যায়। তাদেরকে উদ্ধার করতে গিয়ে দাদিসহ তিনজনই নিখোঁজ হন। তাদের নিখোঁজ হওয়ার বিষয়টি সঙ্গে সঙ্গে কেউ বুঝতে পারেনি। বিকেল সাড়ে ৪টা থেকে ৫টার দিকে নদীতে দুটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়।’

ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মোহাম্মদ নিসার আলী বলেন, ‘খবর পেয়ে সন্ধ্যা ৬টার দিকে সেখানে গিয়ে তাদের উদ্ধার করলে মৃতদেহের পরিচয় জানা যায়। এ সময় অপর আরেক শিশু নিখোঁজ রয়েছে বলে তারা আমাদেরকে জানান। কিছু সময় মৃতদেহটি খোঁজার পরে সন্ধ্যার কারণে আমরা অভিযান সমাপ্ত করি। শুক্রবার সকাল পর্যন্ত যদি নিখোঁজ শিশুটিকে না পাওয়া যায় তাহলে সকাল থেকে আবার অভিযান শুরু করা হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর