Thursday 25 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ইউনূস সাহেব বৈষম্য সৃষ্টি করেছেন’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ সেপ্টেম্বর ২০২৫ ০০:৩১ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫ ০০:৩২

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম। ছবি: সংগৃহীত

ফরিদপুর: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য সৃষ্টি করেছেন বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম। তিনি অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বলেছেন, দরকার ছিল উনার পরিষদ নিয়ে বিদেশ সফর করা। কিন্তু তিনি কিছু দলকে নিয়ে বৈষম্য সৃষ্টি করেছেন, অন্যদের বৃদ্ধাঙ্গুল দেখিয়েছেন। তিনি নিরপেক্ষ নন, তিনি নিজেকে রক্ষা করতে পারেন নাই।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে সাড়ে ৫টায় ফরিদপুরের বোয়ালমারী চৌরাস্তা স্টিল পট্টিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত এক গণসমাবেশে এসব কথা বলেন। প্রয়োজনীয় রাষ্ট্র সংস্থার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, গণহত্যার বিচার ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং ইনাসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে এ গণসমাবেশের আয়োজন করে দলটি।

বিজ্ঞাপন

জরিপকারীদের দালাল আখ্যা দিয়ে সৈয়দ ফয়জুল করিম বলেন, ‘দেশে কিছু দালাল জরিপ প্রতিষ্ঠান রয়েছে, তারা তাদের খেয়ালখুশি মতো রিপোর্ট প্রকাশ করেন। প্রকৃত রিপোর্ট তারা করেন না। তারা রির্পোটে লেখেন, নির্বাচনে ইসলামী আন্দোলনের কোনো ভোটই নাই, মানে কোনো পার্সেন্টেজ নাই।’

তিনি আরও বলেন, ‘গত ৫৩ বছরে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। বাংলাদেশ দুর্নীতিতে আওয়ামী লীগ-বিএনপির আমলে বিশ্বে ছয়বার চ্যাম্পিয়ন হয়েছে। এদেশের মানুষ ওই সকল রাজনৈতিক দলের কর্মকাণ্ড দেখেছেন। যে কারণে আজ সাধারণ জনতা আলেম-ওলামাদের পাশে দাঁড়িয়েছে।’ দেশে কোনো ন্যায় বিচার নাই উল্লেখ করে তিনি বলেন, ‘দেশে ক্ষমতা পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে আসামি উপস্থিত ছাড়াই সাজা মওকুফ হয়, এরকম কোনো আইন কখনো শুনিনি। এটা ন্যায় বিচার নয়।’

বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘গত ৫ আগস্টের পর আমরা দেখেছি, একটি রাজনৈতিক দলের সন্ত্রাসী ও চাঁদাবাজরা সাধারণ মানুষকে অতিষ্ঠ করে তুলেছে। কোনো ইসলামিক দল বা আলেম উলামারা এ জাতীয় কর্মকাণ্ডের সঙ্গে নেই। আজ আমরা শামিল হয়েছি দেশে ইসলামিক রাষ্ট্র কায়েমের জন্য। আলেম সমাজ রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশ দুর্নীতি মুক্ত হতে পারবে। কোনো বৈষম্য থাকবে না। শিক্ষা-স্বাস্থ্য-বাসস্থান সকলের জন্য সমান ভাবে নিশ্চিত করা হবে। নিশ্চিত করা হবে সকল ধর্মের মানুষের নিরাপত্তা।’

বোয়ালমারী উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ও ময়না ইউপি চেয়ারম্যান হাফেজ মাওলানা আব্দুল হক মৃধার সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনের খেলাফত মজলিসের প্রার্থী শাইখুল হাদীস আল্লামা শাহ আকরাম আলী, ফরিদপুর-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কেন্দ্রীয় সূরা সদস্য ড. মো. ইলিয়াস মোল্লা, ফরিদপুর-১ আসনে খেলাফত মজলিসের প্রার্থী কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি সরাফত হোসেন ও ইসলামী আন্দোলনের প্রার্থী ওয়ালিউর রহমান রাসেল, ইসলামী আন্দোলনের ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম প্রমুখ।

সারাবাংলা/পিটিএম

ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য মুফতি সৈয়দ ফয়জুল করিম

বিজ্ঞাপন

‘ইউনূস সাহেব বৈষম্য সৃষ্টি করেছেন’
২৬ সেপ্টেম্বর ২০২৫ ০০:৩১

খুলনায় বিএনপির ২ নেতাকে অব্যাহতি
২৫ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৫৬

আরো

সম্পর্কিত খবর