Thursday 25 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় প্রতিবন্ধী, কিডনি ও ক্যানসার রোগীদের পাশে তারেক রহমান

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২৬ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৭

রোগীদের চিকিৎসায় আর্থিক সহায়তা দিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’।

বগুড়া: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বগুড়ায় প্রতিবন্ধী, কিডনি ও ক্যান্সারে আক্রান্ত রোগীদের চিকিৎসায় আর্থিক সহায়তা দিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বগুড়ার জেলার সদর ধুনট, শাজাহানপুর ও কাহালু উপজেলায় আমরা বিএনপি পরিবারের প্রতিনিধি দলের পক্ষে বিএনপি মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়কারী কালাম আজাদ ৬ জনের চিকিৎসার খোঁজখবর নেন ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে অর্থিক সহায়তা দেন।

‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সার্বিক তত্ত্বাবধানে বগুড়ায় এসব রোগীদের চিকিৎসায় সহায়তা দেওয়া হয়।

বিজ্ঞাপন

বিএনপি মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়কারী কালাম আজাদ বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অসহায় মানুষের পাশে রয়েছেন সবসময়। আমরা বিএনপি পরিবার নামে সংগঠন গড়ে সারাদেশেই দরিদ্র অসহায়, অসুস্থ মানুষের কল্যানে উদ্যোগ নিয়েছেন। তারেক রহমানের নির্দেশনায় সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের পরামর্শে আজ জেলার বিভিন্ন উপজেলায় সহায়তা দেওয়া হয়েছে। এ কার্যক্রম অব্যহত থাকবে।’ তিনি জিয়া পরিবারের কল্যাণ কামনায় সকলের দোয়া প্রত্যাশা করেন।

এ সময় বিএনপি ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি পাশা, বিএনপি নেতা আনোয়ার হোসেন জুয়েল, শহর জাসাসের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান পিয়াস, অ্যাড. কামাল হোসেন উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এইচআই

আমরা বিএনপি পরিবার তারেক রহমান বগুড়া

বিজ্ঞাপন

‘ইউনূস সাহেব বৈষম্য সৃষ্টি করেছেন’
২৬ সেপ্টেম্বর ২০২৫ ০০:৩১

আরো

সম্পর্কিত খবর