ঢাকা: বায়ুদূষণের দিক থেকে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টা ৪৫ মিনিটে ঢাকার অবস্থান বিশ্বের ২৮তম। আন্তর্জাতিক সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, এ সময় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ৬৯, যা মাঝারি দূষণের স্তরে পড়েছে।
তালিকার শীর্ষে রয়েছে ইরাকের রাজধানী বাগদাদ। শহরটির (একিউআই) রেকর্ড করা হয়েছে ২৩২, যা অস্বাস্থ্যকর মাত্রার মধ্যে। দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, যার একিউআই ১৬১ এবং তৃতীয় স্থানে উগান্ডার কাম্পাল, যার একিউআই ১৪৯।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তা ‘মাঝারি’ বা গ্রহণযোগ্য, ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ হলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর ওপরে ‘ঝুঁকিপূর্ণ’ বা ‘দুর্যোগপূর্ণ’ বায়ু হিসেবে গণ্য হয়।
বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার একিউআই যদিও মাঝারি পর্যায়ে আছে, তবুও দীর্ঘমেয়াদে এ শহরের বায়ুদূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ জরুরি।