এবারের এশিয়া কাপে দুই দলের মুখোমুখি লড়াইটা দেখা যাবে কিনা, সে নিয়েই ছিল শঙ্কা। তবে ক্রিকেটের খাতিরে এরই মধ্যে টুর্নামেন্টে দুইবার মাঠের লড়াইয়ে নেমেছে ভারত-পাকিস্তান। এই দুই ম্যাচেই পাকিস্তানের সঙ্গে হাত মেলায়নি ভারত। এই ইস্যুতে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব গ্রুপ পর্বের ম্যাচ শেষে বক্তব্য দিয়েছিলেন। আর সেই মন্তব্যকে ‘রাজনৈতিক’ ধরেই এমন ধরনের বক্তব্য আর না দেওয়ার নির্দেশ দিয়েছে আইসিসি।
১৪ সেপ্টেম্বর গ্রুপ পর্বের ম্যাচে সবাইকে চমকে দিয়েই পাকিস্তানের সঙ্গে হাত মেলায়নি ভারত। ম্যাচের পর সংবাদ সম্মেলনে সূর্যকুমার জানিয়েছিলেন, কাশ্মীরে হয়ে যাওয়া সংঘাতের কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে দল।
সূর্যকুমারের এই মন্তব্যের জের ধরে আইসিসির কাছে আনুষ্ঠানিক আবেদন করেছিল পাকিস্তান। ইএসপিএন ক্রিকইনফো বলছে, সূর্যকুমার ওই সংবাদ সম্মেলনে ‘অপারেশন সিঁদুর’ শব্দটি উচ্চারণ করেছিলেন, যা কিনা কাশ্মীরে চলা সংঘাতের সময় ভারতীয় সেনাবাহিনী ব্যবহার করেছিল। টুর্নামেন্ট চলার মধ্যে এমন রাজনৈতিক বক্তব্য দেওয়ায় সূর্যকুমারের শাস্তি চেয়েছিল পিসিবি।
আইসিসি এবার সেই সংবাদ সম্মেলনে পর্যালোচনা করে সূর্যকুমারকে সতর্ক করল। টুর্নামেন্টের বাকি সময়ে এমন কোন রাজনৈতিক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে আইসিসি।
সূর্যকুমারকে সতর্ক করার বাইরে আর কোন শাস্তি কিংবা জরিমানা করা হবে কিনা, সেই ব্যাপারে এখনো কিছু জানায়নি আইসিসি।
আগামী ২৮ সেপ্টেম্বর এশিয়া কাপের ইতিহাসে প্রথমবার ফাইনালে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।