Friday 26 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসি আনোয়ারুল ইসলাম
‘জামায়াতের পিআর-এনসিপির শাপলা নিয়ে জটিলতা নির্বাচনে প্রভাব পড়বে না’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৫৮ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৩২

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। ছবি: সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জ: নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, জামায়াতের পক্ষ থেকে উত্থাপিত পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির দাবি এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র প্রতীকসংক্রান্ত জটিলতা কোনোভাবেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজনকে প্রভাবিত করবে না।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ শহিদ সাটু হল অডিটোরিয়ামে অনুষ্ঠিত “নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায়” শীর্ষক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। কর্মশালার আয়োজন করে সিবিটিইপি প্রকল্প।

বিজ্ঞাপন

ইসি আনোয়ারুল বলেন, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। আইন অনুযায়ী কমিশন দায়িত্বপালন করছে এবং ভবিষ্যতেও করবে। তিনি স্পষ্ট করে জানান, “আইনের বাইরে গিয়ে কোনো কাজ করার এখতিয়ার কমিশনের নেই।”

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কমিশনের প্রস্তুতির কথা উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনী কার্যক্রম সম্পূর্ণ আইনানুগভাবে পরিচালিত হবে। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার আরও কঠোরভাবে যাচাই করা হবে যাতে পূর্বে যারা অনিয়মে জড়িত ছিলেন, তাদের ভবিষ্যতে কোনো দায়িত্ব দেওয়া না হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য মাঠপর্যায়ের কর্মকর্তাদের পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটগ্রহণের দিন তাদের ভূমিকা নির্বাচনকে সাফল্যমণ্ডিত করবে।

কর্মশালায় প্রশিক্ষকরা ভোটগ্রহণ প্রক্রিয়ায় সম্ভাব্য চ্যালেঞ্জ, মোকাবেলার কৌশল এবং দায়িত্ব পালনের সময় করণীয় ও বর্জনীয় বিষয়গুলো তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ এবং পুলিশ সুপার রেজাউল করিমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসএস

এনসিপি জটিলতা জামায়াত নির্বাচন পিআর প্রভাব শাপলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর