Friday 26 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ড. ইউনূসের সরলতা বিশ্বে বিরল: রাশেদ খান

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৩৮ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৫০

ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: ডক্টর মুহাম্মদ ইউনূসের ভালোবাসা, সরলতা ও নিরপক্ষতা নিয়ে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। ‘ড. ইউনূসের সরলতা বিশ্বে বিরল’ বলে উল্লেখ করেন তিনি বলেন, ডক্টর মুহাম্মদ ইউনূস যদি দ্বিতীয়বার নোবেল পুরস্কার পান, তাহলে সেটা তার সরলতার জন্যই পাবেন।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খান।

ওই পোস্টে তিনি বলেন, ‘ডক্টর মুহাম্মদ ইউনূস স্যার দুজন রাজনৈতিক প্রতিনিধিকে মঞ্চে তুলে বললেন, these are the guys fighting on the street. তাহলে বাকি যে ৪ জন রাজনৈতিক প্রতিনিধি গেছেন, তারা কি রাস্তায় ফাইট করছে না? ডক্টর ইউনূস স্যার নিরপেক্ষতার অভিনয়টা বোঝেন না। যাকে ভালোবাসেন, তার প্রতি ভালোবাসাটা এভাবেই দৃশ্যমান করেন। এজন্যই তাকে আমার ভালো লাগে।’

বিজ্ঞাপন

গণঅধিকার পরিষদের এই নেতা বলেন, ‘‘অন্যান্য উপদেষ্টারা মাঝেমধ্যে তাকে স্মরণ করিয়ে দেন, স্যার আপনি বাকিদের প্রতিও মাঝেমধ্যে ভালোবাসা দেখায়েন, নইলে অন্তর্বর্তী সরকারকে মানুষ পক্ষপাতদুষ্ট সরকার বলবে। তখন আর সবাই আপনাকে সহযোগিতা করবে না। স্যার তখন বলেন, ও, তাই নাকি! ঠিকাছে, তাদেরকেও ডাকো।’’

রাশেদ খানের ভাষায়, ‘স্যারের এই সরলতা বিশ্বে বিরল। ডক্টর মুহাম্মদ ইউনূস স্যার যদি দ্বিতীয়বার নোবেল পুরস্কার পান, তবে সেটা সরলতার জন্য পাবেন। আমরা সবাই তার জন্য দোয়া করি, তিনি যেন এই সরলতা ধরে রাখেন। আর যাকে ভালোবাসেন, সেটা অন্যন্যদের মত লুকিয়ে না রেখে প্রকাশ করেন। এতে অন্তত তাকে কেউ কুটিল বুদ্ধির লোক বলবে না।’

সারাবাংলা/এফএন/এইচআই

গণঅধিকার পরিষদ ড. ইউনূস রাশেদ খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর