Friday 26 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনে কাউকে জেতানোর চেষ্টা করা হলে জনগণ ছেড়ে দেবে না: রিজভী

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৪৮ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৫৭

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ফাইল ছবি

ঢাকা: বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে যদি কোনো বিশেষ দল বা গোষ্ঠীকে জিতিয়ে দেওয়ার নীলনকশা করা হয়, তবে দেশের জনগণ তা মেনে নেবে না।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মিরপুরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাজী আসাদুজ্জামান আসাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ডাকসু-জাকসু নির্বাচন প্রসঙ্গে তিনি অভিযোগ করে বলে, ‘নির্বাচন হওয়া নিয়ে আপত্তি নেই, কিন্তু যে প্রক্রিয়ায় নির্বাচন হয়েছে তাতে সমান সুযোগ নিশ্চিত করা হয়নি।’

বিজ্ঞাপন

তিনি সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সমালোচনা করে বলেন, ‘নীলক্ষেত থেকে ব্যালট ছাপানো হলো কেন? এটা কি কোনো গোষ্ঠীর স্বার্থে করা হলো না?’

রিজভী আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘ডাকসু-জাকসুর মতো বিতর্কিত প্রক্রিয়া যদি অব্যাহত থাকে, তবে আগামী জাতীয় নির্বাচনও উদ্দেশ্যমূলক ফলাফলের দিকে ঠেলে দেওয়া হতে পারে। শেখ হাসিনা অতীতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন মাটির নিচে চাপা দিয়ে নিজের রাজত্ব কায়েম করতে চেয়েছিলেন। যদি একই কৌশলে এবারও কাউকে জিতিয়ে দেওয়ার পরিকল্পনা থাকে, তবে তা জাতির জন্য হবে চরম দুর্ভাগ্যজনক।’

সারাবাংলা/এফএন/এইচআই

জাতীয় নির্বাচন বিএনপি রুহুল কবির রিজভী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর